কমিউনিটিতে কিছু ব্যাড এলিমেন্ট আছে : গিয়াস

ফোবানা মানেই কি বিভক্তি?

প্রকাশ : ২৫ মে ২০২৩, ১৪:৩৮ , অনলাইন ভার্সন
প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও সংহতির প্রতীক ছিল ফোবানা। কিন্তু এখন ফোবানা মানেই ভাঙন। নেতৃত্বের কোন্দলে ভাঙতে ভাঙতে কথিত ঐক্যের আহ্বানে গড়া ফোবানা এখন পাঁচ ভাগ হয়ে গেছে। সর্বশেষ ভাগ হয়েছে গত ২০ মে শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদের নেতৃত্বে ফোবানার স্টিয়ারিং কমিটি গঠনের মাধ্যমে।
ফোবানার এই ভাঙনের জন্য কমিউনিটির কিছু ‘ব্যাড এলিমেন্ট’কে দায়ী করে গিয়াস আহমেদ ওই সংবাদ সম্মেলনে বলেন, ব্যাড এলিমেন্টরা বিশৃংখলার সৃষ্টি করছে এবং ফোবানাসহ কমিউনিটির বিভক্তিতে ইন্ধন দিচ্ছে। তারা ক্ষমতা ও লোভের মোহে এসব করছে উল্লেখ করে তিনি কমিউনিটির ‘ব্যাড এলিমেন্ট’দের বয়কটের আহ্বান জানান।
গিয়াস আহমেদ, শাহ নেওয়াজ, আলী ইমাম শিকদার, এজাজ তৌফিক, মোহাম্মদ হোসেন, ফিরোজ আলম, কাজী আজম, ডা. মাসুদুর রহমান ও শরাফত হোসেন বাবুর নেতৃত্বাধীন ফোবানার একটি অংশ ছিল। ৩৬তম ফোবানায় নেতৃত্বের কোন্দলে সেটি দুই ভাগ হয়ে যায়। শরাফত হোসেন বাবু আসন্ন সেপ্টেম্বরে ইতোমধ্যে ওয়াশিংটনে ফোবানা সম্মেলনের ঘোষণা দিয়েছেন। শাহ নেওয়াজ, আলী ইমাম শিকদার ও কাজী আজম নতুন ফোবানার একটি স্টিয়ারিং কমিটি ঘোষণা দিয়েছেন। এর তিন দিন পর গিয়াস আহমেদ ও ডা. মাসুদুর রহমানসহ অন্যরা এক সংবাদ সম্মেলন করে পাল্টা কমিটি ঘোষণা করেছেন। এ খণ্ডিত অংশের মেম্বার সেক্রেটারি হিসেবে তারা এখনও শাহ নেওয়াজকে উল্লেখ করেছেন। এমনকী নতুন স্টিয়ারিং কমিটির অভিষেক আগামী ১১ জুন ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে করার ঘোষণা দিয়েছেন। এমতাস্থায় ফোবানা ২০২৩ অনুষ্ঠিত হবে কানেকটিকাটের নিউ হ্যাভেনে। হোস্ট ফোবানা শাহ নেওয়াজ নাকি গিয়াস আহমেদের দিকে থাকবে তা এখন দেখার বিষয়।
এদিকে জাকারিয়া চৌধুরী , বেদারুল ইসলাম বাবলা, আতিকুর রহমান ও শাহেদা শিকদার হাই এর নেতৃত্বাধীন অংশের ফোবানা হচ্ছে কানাডার মনিট্রয়লে। টেক্সাসের ডালাসে অনুষ্ঠিত হবে রেহান রেজা, আহসান চৌধুরী,মাসুদ রব চৌধুরী, নাহিদ খান ও আবীর আলমগীরদের নেতৃত্বাধীন অংশের। সবগুলো ফোবানা সম্মেলনই অনুষ্ঠিত হচ্ছে ১-৩ সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে।
২০ মে শনিবারের সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ বলেন, কিছু ব্যাড এলিমেন্ট ফোবানার স্টিয়ারিং কমিটির মেম্বার সেক্রেটারি শাহ নেওয়াজকে বিভ্রান্ত করছে। যে কারণে শাহ নেওয়াজ ফোবানার সভায় আসছেন না, আমাদের ফোনও ধরছেন না।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে গিয়াস আহমেদ ও ডা. মাসুদুর রহমান বক্তব্য রাখেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর আগে ফোবানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন- প্রধান উপদেষ্টা- মোহাম্মদ আকতার হোসেন, উপদেষ্টা যথাক্রমে আতিকুর রহমান সালু, ডা. মাসুদুর রহমান, খন্দকার ফরহাদ, মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম শিকদার, ডা. ইবরুল চৌধুরী, আবু জাফর মাহমুদ ও ডা. চৌধুরী সারোয়ারুল হাসান।
স্টিয়ারিং কমিটি: চেয়ারম্যান- গিয়াস আহমেদ, ভাইস চেয়ারম্যান- কাজী সাখাওয়াত হোসেন আজম ও আবুল আজাদ (টরন্টো, কনাডা), মেম্বার সেক্রেটারী- শাহ নেওয়াজ, সহ মেম্বার সেক্রেটারী- উত্তম দে (আটলান্টা, জর্জিয়া), কোষাধ্যক্ষ- সৈয়দ এনায়েত আলী, সদস্য যথাক্রমে তৌফিক এজাজ (মন্ট্রিয়েল, কানাডা), আসিফ বারী টুটুল, আবু জোবায়ের দারা (কানাডা), হাসানুজ্জামান হাসান, ওয়াহিদ কাজী এলিন, নিশান রহীম, ফিরোজ আহমেদ, মাকসুদুল হক চৌধুরী, নিয়াজ আহমেদ জুয়েল, মো: আনোয়ার হোসেন, কিউ জামান, মো. আনোয়ারুল ইসলাম, কাজী তোফায়েল ইসলাম, আহসান হাবীব, মফিজুল ইসলাম ভুইয়া রুমি, এম এ খালেক, তারেক হাসান খান, নূরুল আজীম, মিজানুর রহমান চৌধুরী, আকাশ রহমান, মোহন জব্বার, মো. শহিদুল ইসলাম ঠান্ডু ও ইলিয়াস হোসেন (আটলান্টা, জর্জিয়া), ইমরানুল হক চাকলাদার ও মো. ইলিয়াস খান (ফ্লোরিডা), মাহিম আহমেদ (মন্ট্রিয়েল, কানাডা), কবিরুল ইসলাম, নেসার আহমেদ ও মো. কাজল (ওয়াশিংটন ডিসি), সোহরাব হোসেন (বস্টন), জাকারিয়া রুমি (নিউজার্সী), কামরুল আহমেদ (শিকাগো), দেওয়ান আজিম জুয়েল (টরন্টো, কনাডা), কাজী চৌধুরী (টেক্সাস), নাজমুল আলম শ্যামল, সাখাওয়াত হোসাইন সুমন ও আবুল কালাম (কানাডা)।
সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ বলেন, মট্রিয়াল ফোবানা সম্মেলন-২০২২ এর সিদ্ধান্ত মোতাবেক স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসাবে গিয়াস আহমেদ এবং মেম্বার সেক্রেটারি শাহ নেওয়াজ। গঠনতন্ত্র সংশোধনের জন্য দায়িত্ব দেয়া হয় ডা. মাসুদুর রহমানের ওপর। তিনি গিয়াস আহমেদ ও শাহ নেওয়াজের পরামর্শে তা চূড়ান্ত করবেন। ফোবানা মনিট্রয়ালের এ সিদ্ধান্তে ফোবানার সাবেক স্টেয়ারিং কমিটির চেয়ারম্যান আলী ইমাম শিকদার, কনভেনর এজাজ আকতার তৌফিক, ফোবানা মন্ট্রিয়ালের মেম্বার সেক্রেটারি আবু জুবায়ের দারা, স্টিয়ারিং কমিটির মেম্বার সেক্রেটারি শাহ নেওয়াজ ও চেয়ারম্যান গিয়াস আহমেদের স্বাক্ষরও রয়েছে। তিনি বলেন, গত কয়েকদিনে বিভিন্ন মিডিয়ায় আলী ইমাম শিকদারকে চেয়ারম্যান দেখিয়ে একটি বিবৃতি বিভিন্ন মিডিয়ায় ছাপা হয়েছে। তাতে আমরা বিস্মিত হয়েছি।
গিয়াস আহমেদ বলেন, শাহ নেওয়াজ এই আলী ইমামকে দুষ্টু লোক বলতেন। তাকে বহিষ্কারের দাবি জানাতেন। এখন দেখছি তিনি আলী ইমামকে সাথে নিয়ে সভা করছেন। শাহ নেওয়াজের প্রতি আহবান, তিনি অসৎ লোকের সঙ্গ ত্যাগ করবেন এবং আমরা একসাথে ফোবানাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
এক প্রশ্নের জবাবে গিয়াস আহমেদ বলেন, বিভিন্ন কারণে আমরা সভা করতে পারিনি বলে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দেরী হয়েছে। তাছাড়া মন্ট্রিয়েল সম্মেলনের সিদ্ধান্তে কমিটি গঠনে কোন দিন-তারিখের বাধ্যবাধকতা ছিলো না। গঠনতন্ত্র সংশোধন করতে গিয়ে দেরি হয়েছে। আগে ভাইস চেয়ারম্যান একজন ছিলেন। এখন ২ জন করা হয়েছে। গিয়াস আহমেদ বলেন, ফোবানার গত সভায় আসার জন্য শাহ নেওয়াজকে ১০ বার কল করেছিলাম। তিনি আমার ফোন ধরেননি, কলও ব্যাক করেন নি। তিনি বলেন, বিগত ৩৫ বছর ধরে এই কমিউনিটির জন্য কাজ করছি। কিন্তু গত ৩-৫ বছর ধরে কিছুলোক এসে সবকিছু নষ্ট করছে। এসব আর হতে দেয়া যায় না। তিনি বলেন, ঐকের স্বার্থে আমরা একজনের জন্য পর্যন্ত গঠনতন্ত্র পরিবর্তন করেছি।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ডা. মাসুদুর রহমান বলেন, আমরা কাউকে বাইরে রাখার পক্ষে নই। সবাইকে নিয়েই ফোবানা করতে চাই। আলী ইমাম এখন ফোবানার উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সৈয়দ এনায়েত আলী, ওয়াহিদ কাজি এলিন, কিউ জামান, আনোয়ারুল ইসলাম, আহসান হাবিব, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, নুরুল আজিম, আকাশ রহমান ও তোফায়েল আহমেদ এবং শোটাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম উপস্থিত ছিলেন।
কানেকটিকাট কনভেনশন ২০২৩ সফল করার আহ্বান : ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশন ইন নর্থ আমেরিকা-ফোবানা’র কানেকটিকাট কনভেনশন ২০২৩ কে সফল করার জন্য ফোবানা স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে সকল সদস্যের প্রতি অনুরোধ জানান হয়েছে। ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী ইমাম শিকদার এবং মেম্বার সেক্রেটারি শাহ্ নেওয়াজ সংবাদপত্রে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে এ অনুরোধ জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২১ সালে ওয়াশিংটন ফোবানা কনভেনশনে সর্বসম্মতিক্রমে সংগঠনের সাংবিধানিক নীতিমালার মধ্য দিয়ে আমাদেরকে ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান এবং মেম্বর সেক্রেটারী নির্বাচিত করে ২৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি ২০২২ সালে কানাডার মন্ট্রিয়লে ফোবানা কনভেনশন অনুষ্ঠানের লক্ষ্যে মন্ট্রিয়াল কনভেনশন কমিটির কনভেনর, মেম্বার সেক্রেটারি ও সকল স্তরের নেতা-কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে এবং সফলভাবে মন্ট্রিয়াল কনভেনশন সম্পন্ন করে। কিন্তু মন্ট্রিয়ল কনভেনশনে নির্ধারিত সময়ের মধ্যে ফোবানার নতুন স্টিয়ারিং কমিটি গঠন করতে না পারায় পরবর্তী এক মাসের মধ্যে পরিপূর্ণ কমিটি গঠনের জন্য সাংগঠনিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্ত আমরা গত নয় মাসের মধ্যেও পরিপূর্ণ কমিটি গঠন করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।
বিবৃতিতে বলা হয়, মন্ট্রিয়াল সম্মেলনে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কানেকটিকাটে ২০২৩ সালের ফোবানা কনভেনশন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেখানে এই মর্মে ঘোষণাও দেয়া হয়। কানেকটিকাটের কনভেনশনকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ফোবানা স্টিয়ারিং কমিটি এখন ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কনভেনশনকে সকল দিক দিয়ে সার্থক, সুন্দর ও সফল করার জন্য কানেকটিকাট কমিটির কনভেনর ও মেম্বর সেক্রেটারিসহ কনভেনশন কমিটির সকল পর্যায়ের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে সহযোগিতা করার জন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
এ প্রসঙ্গে আমরা জানাতে চাই, কানেটিকাট কনভেনশনে ফোবানার নতুন স্টিয়ারিং কমিটি গঠন করা হবে। এর আগে পর্যন্ত বর্তমান কমিটি বহাল থাকবে। বর্তমান কমিটি এ বছরের কানেকটিকাট কনভেনশন অনুষ্ঠানের সময় পর্যন্ত কাজ করবে।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041