আহত অর্ধশতাধিক

মেহেরপুরে নৌকার বিজয় মিছিলে ২ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

প্রকাশ : ০৯ জানুয়ারী ২০২৪, ১০:৩৫ , অনলাইন ভার্সন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কার প্রার্থীর বিজয় মিছিলের সময় দু’প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৯টার দিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাসের আনন্দবাস গ্রামের বাড়ির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়পক্ষের গুরুতর আহতরা হলেন-আনন্দবাস গ্রামের আকাশ মিয়া (২৫), টুকু বিশ্বাস (৪০) অপু বিশ্বাস (৩৩), অন্তর মল্লিক (১৬), আব্দুল হালিম (৩২)আশরাফুল ইসলাম (৪৫), ফেরদৌস আলী মেনতা (৫৫) আজমত আলী (৪৫) ফজলুল হক (৫৯), নাহিদুল ইসলাম (৩৫),পিয়াস মিয়া (২৫) ও আলী ইয়াসিন (৫০)। 

স্থানীয়রা জানান, মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বিজয় হওয়াতে আনন্দবাস গ্রামে তার কর্মী সমর্থকেরা আনন্দ মিছিল নিয়ে জিয়াউদ্দীন বিশ্বাসের বাড়ির সামনে জড়ো হন। এসময় তারা স্লোগান দিতে থাকেন। সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করে এলাকার মানুষ। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জিয়াউদ্দীনের কর্মীরা লাঠি-সোটা নিয়ে তাদের উপর হামলা করেন । পরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। স্থানীয় লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
 
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত জানান, এই ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকার নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ফাঁকা ৮ রাউন্ড গুলি ছুড়ে।

ঠিকানা/এসআর
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078