রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগ নেতা মোস্তাক ও আনসার সদস্য একরামুল হক জানায়, সকাল সোয়া ৯টার দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় আতঙ্কে ভোটাররা এদিক সেদিক ছুটাছুটি করেন। পরে পুলিশ ককটেলের খোলস সরিয়ে ফেলেন।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে এ কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার শাহিনুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই সব স্বাভাবিক হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘ককটেল নয়, একটি পটকা ফাটানো হয়েছে। আমরা অপরাধীকে আটকের চেষ্টা করছি।’
ঠিকানা/এসআর