নির্বাচনে কঠোর বার্তা নিয়ে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশ : ০৬ জানুয়ারী ২০২৪, ১০:০৫ , অনলাইন ভার্সন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ‘কঠোর বার্তা’ নিয়ে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনে নাশকতা ও সহিংসতা হতে পারে-এমন আগাম গোয়েন্দা তথ্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এ অবস্থায় সব ধরনের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে সারা দেশে মাঠে নেমেছে র‌্যাব-পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে সাত লক্ষাধিক সদস্য। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে নেমেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নির্বাচনের দিন একটি পক্ষ থেকে নাশকতা সৃষ্টির পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছেন পুলিশ প্রধান। আর বিজিবি ও আনসার মহাপরিচালক জানান, সব ঝুঁকি মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে।

জানা গেছে, এবারের ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকছে পুলিশ ও র‌্যাবের ১ লাখ ৮২ হাজার সদস্য। বিজিবির ৪৬ হাজার ৮৭৬ সদস্য, কোস্ট গার্ডের ২ হাজার ৩৫৫, আনসার ও ভিডিপির ৫ লাখ ১৭ হাজার ১৪৩ সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের ৬ হাজার সদস্য।

এছাড়া ভোটের দিন যে কোনো ধরনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সারা দেশে ফায়ার ফাইটারদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর ও মনিটরিং সেল। তাছাড়া নাশকতাকারীদের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর।


ঠিকানা/এম
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041