মীর আনোয়ার হোসেন
ডিগ ডিগ ড্রিম ড্রিম মিউজিক বাজেরে
বছর বিদায়কালে রাজধানী সাজেরে
লাল নীল বাতি জ্বলে বড় বড় হোটেলে
মাতোয়ারা উৎসব সি-বিচের মোটেলে।
খুব শীত তবু যেন শীত নাই গাত্রে
আনন্দে মাতোয়ারা ছোট বড় মাত্রে
বাঁধভাঙা তারুণ্য নাচে গায় রাত্রে
মাটন চিকেন খায় পানি ঢালে পাত্রে।
ড্রাম বিট তালে তালে উদ্দাম নৃত্য
একাকার হয়ে নাচে মুনিব আর ভৃত্য
কেউ গায় আধুনিক কারো ঝোঁক লালনে
ব্যান্ডেই ঝোঁক বেশি উৎসব পালনে।
গুলশান বনানীতে কিছু গাড়ি হাঁকবে
শেরাটন র্যাডিসনে লাইটিং থাকবে
টিএসসি চত্বরে কনসার্ট চলবে
শিল্পীরা গানে গানে নানা কথা বলবে।
ঢাকা ফেনী কুয়াকাটা গুলশান বাড্ডা
সবখানে রাত জেগে জম্পেশ আড্ডা
ব্যাংকক পাটায়ায় একই রূপ চিত্র
শত্রুতা ভুলে সবে হয়ে যায় মিত্র।
ব্যান্ডের শিল্পীরা ফাটাফাটি গাইবে
কেউ কেউ ডিনারটা শেরাটনে খাইবে
কেউ কেউ অভিসারে সৈকতে যাইবে
কেউ কেউ টিভি দেখে মনে সুখ পাইবে।
আজ রাতে দুবাইতে জলনাচ চলবে
লাল নীল বাতিগুলি ঝিকিমিকি জ্বলবে
বাঁধভাঙা উল্লাস ও অগুনিত তালিতে
একই রূপ মিয়ামিতে একই রূপ বালিতে।
বিদায় বেদনা দেয় সকলেই জানে তা
বিদায়ে করুণ সুর সব্বাই মানে তা
তবু এত ড্রাম বিট রাতভর কী দায়ে
কেন এত উল্লাস বৎসর বিদায়ে?
ডিগ ডিগ ড্রিম ড্রিম মিউজিক বাজেরে
বছর বিদায়কালে রাজধানী সাজেরে
লাল নীল বাতি জ্বলে বড় বড় হোটেলে
মাতোয়ারা উৎসব সি-বিচের মোটেলে।
খুব শীত তবু যেন শীত নাই গাত্রে
আনন্দে মাতোয়ারা ছোট বড় মাত্রে
বাঁধভাঙা তারুণ্য নাচে গায় রাত্রে
মাটন চিকেন খায় পানি ঢালে পাত্রে।
ড্রাম বিট তালে তালে উদ্দাম নৃত্য
একাকার হয়ে নাচে মুনিব আর ভৃত্য
কেউ গায় আধুনিক কারো ঝোঁক লালনে
ব্যান্ডেই ঝোঁক বেশি উৎসব পালনে।
গুলশান বনানীতে কিছু গাড়ি হাঁকবে
শেরাটন র্যাডিসনে লাইটিং থাকবে
টিএসসি চত্বরে কনসার্ট চলবে
শিল্পীরা গানে গানে নানা কথা বলবে।
ঢাকা ফেনী কুয়াকাটা গুলশান বাড্ডা
সবখানে রাত জেগে জম্পেশ আড্ডা
ব্যাংকক পাটায়ায় একই রূপ চিত্র
শত্রুতা ভুলে সবে হয়ে যায় মিত্র।
ব্যান্ডের শিল্পীরা ফাটাফাটি গাইবে
কেউ কেউ ডিনারটা শেরাটনে খাইবে
কেউ কেউ অভিসারে সৈকতে যাইবে
কেউ কেউ টিভি দেখে মনে সুখ পাইবে।
আজ রাতে দুবাইতে জলনাচ চলবে
লাল নীল বাতিগুলি ঝিকিমিকি জ্বলবে
বাঁধভাঙা উল্লাস ও অগুনিত তালিতে
একই রূপ মিয়ামিতে একই রূপ বালিতে।
বিদায় বেদনা দেয় সকলেই জানে তা
বিদায়ে করুণ সুর সব্বাই মানে তা
তবু এত ড্রাম বিট রাতভর কী দায়ে
কেন এত উল্লাস বৎসর বিদায়ে?