জাহানারা ইউসুফ
৩১ ডিসেম্বর শেষ কুয়াশার চাদর মোড়া-
অন্ধকার রাতের অবসানে পূর্ব দিগন্তের দ্রাঘিমায়
নতুন আঙিকে নতুন সূর্যের নতুন আলো ফুটুক
দিকে দিকে ভালোবাসার জোয়ার উঠুক।
সাম্যের কপোত উড়ুক-
ক্ষমতার লিপ্সা, লোভ-লালসার যুদ্ধ যাক থেমে
ধনী-গরিবের আসুক সমতা,
ঘুঁচে যাক দারিদ্র্যতা।
শান্তি আসুক নেমে।
অবসান হোক বিরহী প্রেমিকের-
অপেক্ষার দিন গোনা।
নতুন করে শুরু হোক, নতুন স্বপ্নের জাল বোনা।
যা হারিয়েছি, সে কান্না ভুলে, আবার হাসি।
নুতনেরে করি বরণ, নতুন মানসিকতায়-
মানবিকতায় মানুষ হয়ে বাঁচি।
শুভ হোক নতুন বছরের প্রতিট পল।
শুভ হোক জীবন আপাময়।
শুচি শুদ্ধতায় ভড়ুক প্রকৃতি, বায়ুমন্ডল।
মানবজীবন যেন আর না পড়ে-
কোন ভয়াল মহামারীর
কাল-করাল ব্যাধির থাবায়।
পৃথিবী যেন আবার থমকে না দাঁড়ায়
মহামারীতে অকালে অকাতরে
জীবন না হাবায়।
বিদায় ২০২৩, বিদায়, চির বিদায়।বিদায় ২০২৩
জাহানারা ইউসুফ
৩১ ডিসেম্বর শেষ কুয়াশার চাদর মোড়া-
অন্ধকার রাতের অবসানে পূর্ব দিগন্তের দ্রাঘিমায়
নতুন আঙিকে নতুন সূর্যের নতুন আলো ফুটুক
দিকে দিকে ভালোবাসার জোয়ার উঠুক।
সাম্যের কপোত উড়ুক-
ক্ষমতার লিপ্সা, লোভ-লালসার যুদ্ধ যাক থেমে
ধনী-গরিবের আসুক সমতা,
ঘুঁচে যাক দারিদ্র্যতা।
শান্তি আসুক নেমে।
অবসান হোক বিরহী প্রেমিকের-
অপেক্ষার দিন গোনা।
নতুন করে শুরু হোক, নতুন স্বপ্নের জাল বোনা।
যা হারিয়েছি, সে কান্না ভুলে, আবার হাসি।
নুতনেরে করি বরণ, নতুন মানসিকতায়-
মানবিকতায় মানুষ হয়ে বাঁচি।
শুভ হোক নতুন বছরের প্রতিট পল।
শুভ হোক জীবন আপাময়।
শুচি শুদ্ধতায় ভড়ুক প্রকৃতি, বায়ুমন্ডল।
মানবজীবন যেন আর না পড়ে-
কোন ভয়াল মহামারীর
কাল-করাল ব্যাধির থাবায়।
পৃথিবী যেন আবার থমকে না দাঁড়ায়
মহামারীতে অকালে অকাতরে
জীবন না হাবায়।
বিদায় ২০২৩, বিদায়, চির বিদায়।
৩১ ডিসেম্বর শেষ কুয়াশার চাদর মোড়া-
অন্ধকার রাতের অবসানে পূর্ব দিগন্তের দ্রাঘিমায়
নতুন আঙিকে নতুন সূর্যের নতুন আলো ফুটুক
দিকে দিকে ভালোবাসার জোয়ার উঠুক।
সাম্যের কপোত উড়ুক-
ক্ষমতার লিপ্সা, লোভ-লালসার যুদ্ধ যাক থেমে
ধনী-গরিবের আসুক সমতা,
ঘুঁচে যাক দারিদ্র্যতা।
শান্তি আসুক নেমে।
অবসান হোক বিরহী প্রেমিকের-
অপেক্ষার দিন গোনা।
নতুন করে শুরু হোক, নতুন স্বপ্নের জাল বোনা।
যা হারিয়েছি, সে কান্না ভুলে, আবার হাসি।
নুতনেরে করি বরণ, নতুন মানসিকতায়-
মানবিকতায় মানুষ হয়ে বাঁচি।
শুভ হোক নতুন বছরের প্রতিট পল।
শুভ হোক জীবন আপাময়।
শুচি শুদ্ধতায় ভড়ুক প্রকৃতি, বায়ুমন্ডল।
মানবজীবন যেন আর না পড়ে-
কোন ভয়াল মহামারীর
কাল-করাল ব্যাধির থাবায়।
পৃথিবী যেন আবার থমকে না দাঁড়ায়
মহামারীতে অকালে অকাতরে
জীবন না হাবায়।
বিদায় ২০২৩, বিদায়, চির বিদায়।বিদায় ২০২৩
জাহানারা ইউসুফ
৩১ ডিসেম্বর শেষ কুয়াশার চাদর মোড়া-
অন্ধকার রাতের অবসানে পূর্ব দিগন্তের দ্রাঘিমায়
নতুন আঙিকে নতুন সূর্যের নতুন আলো ফুটুক
দিকে দিকে ভালোবাসার জোয়ার উঠুক।
সাম্যের কপোত উড়ুক-
ক্ষমতার লিপ্সা, লোভ-লালসার যুদ্ধ যাক থেমে
ধনী-গরিবের আসুক সমতা,
ঘুঁচে যাক দারিদ্র্যতা।
শান্তি আসুক নেমে।
অবসান হোক বিরহী প্রেমিকের-
অপেক্ষার দিন গোনা।
নতুন করে শুরু হোক, নতুন স্বপ্নের জাল বোনা।
যা হারিয়েছি, সে কান্না ভুলে, আবার হাসি।
নুতনেরে করি বরণ, নতুন মানসিকতায়-
মানবিকতায় মানুষ হয়ে বাঁচি।
শুভ হোক নতুন বছরের প্রতিট পল।
শুভ হোক জীবন আপাময়।
শুচি শুদ্ধতায় ভড়ুক প্রকৃতি, বায়ুমন্ডল।
মানবজীবন যেন আর না পড়ে-
কোন ভয়াল মহামারীর
কাল-করাল ব্যাধির থাবায়।
পৃথিবী যেন আবার থমকে না দাঁড়ায়
মহামারীতে অকালে অকাতরে
জীবন না হাবায়।
বিদায় ২০২৩, বিদায়, চির বিদায়।