ভোটের দিনটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি

প্রকাশ : ০২ জানুয়ারী ২০২৪, ১০:৩৩ , অনলাইন ভার্সন
 
আগামী ৭ জানুয়ারি ভোটের দিনটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি। এ দিন নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া ঠেকাতে শান্তিপূর্ণ পথে আগানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে নেতাদের নিজ নিজ এলাকায় যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। আন্দোলনে সহিংসতা ঠেকাতে আজ মঙ্গলবার থেকে আরও তিন দিন লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তবে ৬ থেকে ৭ জানুয়ারি টানা দুই দিন হরতাল ঘোষণার পরিকল্পনা রয়েছে। গত রবিবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ২১ ডিসেম্বর থেকে গত ১ জানুয়ারি পর্যন্ত ১০ দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি করছে বিএনপি। এখন আবার নতুন করে তিন দিনের একই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মূলত আন্দোলনে সহিংসতা ঠেকাতে এই পথে হাঁটছে দলটি।

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি বরাবর শান্তিপূর্ণ কর্মসূচির পথে হেঁটেছে বলে দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, আগামীতেও সব কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে। বিএনপি মনে করে, তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে জনগণ সাড়া দেবে এবং এই সরকারের আয়োজিত আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচনের ভোট বর্জন করবে।

বিএনপি নেতারা বলছেন, বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনে অংশগ্রহণ করা, না করা নিয়ে বিএনপিকে নিয়ে রাজনৈতিক মহলে নানান গুজব ছিল। তারেক রহমানকে বাদ রেখে দলটির সিনিয়র কোনো কোনো নেতা এবং সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে বলেও গুঞ্জন ওঠে। এই অবস্থায় দলীয় নেতা এবং সমমনা দলগুলোকে রাজপথে ধরে রাখা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ ছিল।


ঠিকানা/এম
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078