
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদযন্ত্রের সমস্যায় ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে ফেডারেশন সূত্রে জানা গেছে।
৭০ বছর বয়সী সালাউদ্দিনের হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ার কথা জানা গেছে। এমন পরিস্থিতিতে সাধারণত বাইপাস সার্জারিকে প্রধান চিকিৎসা ধরে নেওয়া হয়। তবে বয়স ৭০ হওয়ায় সালাউদ্দিনের জন্য অস্ত্রোপচার একপ্রকার ঝুঁকিও। স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে সালাউদ্দিনের পরিবার। বাফুফে সভাপতির সুস্থতার জন্য দোয়া মাহফিল আয়োজন নিয়ে ভাবছে বাফুফে।
আগামীকাল বৃহস্পতিবার সালাউদ্দিনের আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রায় ১০ বছর আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আবারও সেই হৃদযন্ত্রের সমস্যায় দীর্ঘদিন পর হাসপাতালে ভর্তি হয়েছেন বাফুফে সভাপতি।
ঠিকানা/এনআই
৭০ বছর বয়সী সালাউদ্দিনের হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ার কথা জানা গেছে। এমন পরিস্থিতিতে সাধারণত বাইপাস সার্জারিকে প্রধান চিকিৎসা ধরে নেওয়া হয়। তবে বয়স ৭০ হওয়ায় সালাউদ্দিনের জন্য অস্ত্রোপচার একপ্রকার ঝুঁকিও। স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে সালাউদ্দিনের পরিবার। বাফুফে সভাপতির সুস্থতার জন্য দোয়া মাহফিল আয়োজন নিয়ে ভাবছে বাফুফে।
আগামীকাল বৃহস্পতিবার সালাউদ্দিনের আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রায় ১০ বছর আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আবারও সেই হৃদযন্ত্রের সমস্যায় দীর্ঘদিন পর হাসপাতালে ভর্তি হয়েছেন বাফুফে সভাপতি।
ঠিকানা/এনআই