খারাপ করলে পৃথিবী থেকে নাই  হয়ে যাবে, হুমকি নৌকা প্রার্থীর

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৬ , অনলাইন ভার্সন
রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বারবার আচরণবিধি লঙ্ঘন করে ইতোমধ্যে চারবার শোকজ নোটিশ পেয়েছেন। প্রতিবার জবাব দিয়ে ক্ষমাও চেয়েছেন। কিন্তু ক্ষমা চাওয়ার পরও আবুল কালাম আজাদের কোনো পরিবর্তন ঘটেনি। এলাকাবাসীর অভিযোগ, ভোট প্রচারে নেমে এখনো প্রতিপক্ষকে হুমকি-ধমকি দেওয়া বন্ধ করেননি তিনি । এরই মধ্যে সোমবার বিকালে আবুল কালাম আজাদেরএকটি  ভিডিওক্লিপ সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

এদিকে এই ভিডিওক্লিপে আওয়ামী লীগের এই প্রার্থী ও তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের অনুসারীদের উদ্দেশ্য করে সরাসরি বলতে শোনা গেছে, কেউ আমার সঙ্গে খারাপ আচরণ করলে তাদের পৃথিবী থেকে নাই হয়ে যেতে হবে। 

তার এই ভিডিওক্লিপ ছড়িয়ে পড়ার পর প্রতিপক্ষসহ বাগমারার সাধারণ মানুষের মাঝে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আবুল কালাম আজাদের প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী ও তার অনুসারীদের হত্যার হুমকি দেওয়া ভিডিওক্লিপসহ তার প্রার্থিতা বাতিলের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এনামুল হকের অনুসারী পারভেজ হোসেন সোমবার কালামের বিরুদ্ধে বাগমারা থানায় সাধারণ ডায়েরি করেছেন।  

উল্লেখ্য, এর আগে গত ২ ডিসেম্বর বাগমারার তাহেরপুরে একটি মতবিনিময়সভায় আবুল কালাম আজাদ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে উদ্দেশ্য করে বলেছিলেন— তিনি নির্বাচিত হলে এনামুল হকসহ তার অনুসারীদের একদিনের মধ্যে বাগমারা ছাড়া করবেন। এনামুল মনোনয়ন না পেয়ে কালামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাগমারা এলাকার সোনাডাঙ্গার বাসিন্দা ও কালামের ঘনিষ্ঠ জাহেদুর রহমানের বাল্যবন্ধু জাহেদুর রহমান ইকবাল নামে একটি ফেসবুক আইডি থেকে আলোচিত ভিডিওটি পোস্ট করা হয়। সোমবার বিকালে ভিডিওটি জনে জনে শেয়ার হতে থাকে। সোমবার বিকালে পর্যন্ত ভিডিওটির কয়েক হাজার শেয়ার হয়। এই ভিডিওতে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদকে বলতে শোনা যায়— আমার সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, তাদের কাছে আমি ফেরেশতা। আর যারা খারাপ আচরণ করবে, তারা পৃথিবী থেকে নাই হয়ে যাবে। ভিডিওটি ভাইরাল হয়ে গেলে বাল্যবন্ধু জাহেদুর রহমান ইকবাল আইডি থেকে তা মুছে ফেলা হয়। তবে ভিডিওটির কপি বিভিন্ন আইডিতে এখনো রয়ে গেছে। 

খারাপ আচরণ করলে পৃথিবী থেকে নাই করে দেওয়া সংক্রান্ত বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, তার বক্তব্যকে ভুল ব্যাখ্যা ও বিকৃত করে প্রচার করা হচ্ছে। আমি এসব কথা ঘরোয়া পরিবেশে বলেছি। কেউ হয়তো ভিডিও করে ছেড়ে দিয়েছেন। আমি বলেছি, আওয়ামী লীগ করলে নৌকায় ভোট দিতে হবে। এটাই আমাদের দাবি।  

এদিকে আবুল কালাম আজাদের এমন সরাসরি হুমকি প্রসঙ্গে বাগমারা উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কালাম একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। ২০০৭ সালে যৌথবাহিনীর অভিযানে কালামকে বিপুল অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে এখনো আদালতে অস্ত্র মামলা রয়েছে। বাগমারায় তার একটি বড় সন্ত্রাসী দল আছে। কালাম মনোনয়ন পাওয়ার পর থেকে এই সন্ত্রাসী গোষ্ঠীর পদচারণা বেড়েছে বাগমারায়। এতে বাগমারায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078