আশরাফ হাসান
আমি যত দূর যাই তোমাকে দেখি
মেহেদিরাঙা হাতে প্রার্থনার ভোর
বৃষ্টির ভেজা গন্ধে তোমার উষ্ণ নিঃশ্বাস
ধূমায়িত চায়ের কাপে ভাসমান প্রেমিক
নির্ঘুম রাতের জানলা ধরে থাকা শূন্য প্ল্যাটফর্ম
বিবাগী গাঙচিলের নিরন্তর জলপাঠ
একাকী দাঁড়িয়ে থাকা সুরমাতটে তোমাকে দেখি।
হিজলবনে হারানো স্বপ্ন কুড়ানোর মতো
আমি তোমাকে দেখি
তোমাকে দেখি ম্লান আভা ছড়ানো সোহরাওয়ার্দী উদ্যানে
সূর্যসেন হলের বিবর্ণ ঘাসে, আঙিনায় বিক্ষত ভালোবাসায়
কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শূন্য হাতে দাঁড়ানো কবির নামফলকে
বিধবা নারীর কান্না বুকে ঝিলামের জলে
ধিকিধিকি জ্বলা পারমাণবিক চুল্লির ভয়ার্ত দৃষ্টিতে।
আমি যত দূর যাই তোমাকে দেখি
উদ্ধত রাইফেলের গর্জনে কিংবা রুদ্ধশ্বাস জলপাই রঙে
মিছিলের ঊর্মিমালায় উত্তাল রাজপথে
নূর হোসেনের আর্ট করা বুকে-পৃষ্ঠে স্লোগানে
নীরব ভীতিফোটা প্রহরে-
ধূপছায়া বিকেল দোয়েলের আপন নিলয় সুরে।
আমি যত দূর যাই তোমাকে দেখি
ভিন ভাষা ভিন দেশ সবখানে
পৃথিবীর সৌন্দর্যের রোদ
বৃক্ষের সাহস চোখে রূপসী সেন্ট্রাল পার্ক
হাডসন নদীর তীরে হু-হু বাতাসের কান্নায়…
শ্রমভারে আনত দুটি হাত জরা-যাতনায়
তোমাকে দেখি আমার স্বপ্নের অযুত ব্যঞ্জনে
বর্ণিল টাইম স্কয়ারে
আত্মার নীল নিঃসঙ্গ করিডরে আমি তোমাকে
অস্থির একাকী বসে থাকতে দেখি হে আমার স্বাধীনতা।
আমি যত দূর যাই তোমাকে দেখি
মেহেদিরাঙা হাতে প্রার্থনার ভোর
বৃষ্টির ভেজা গন্ধে তোমার উষ্ণ নিঃশ্বাস
ধূমায়িত চায়ের কাপে ভাসমান প্রেমিক
নির্ঘুম রাতের জানলা ধরে থাকা শূন্য প্ল্যাটফর্ম
বিবাগী গাঙচিলের নিরন্তর জলপাঠ
একাকী দাঁড়িয়ে থাকা সুরমাতটে তোমাকে দেখি।
হিজলবনে হারানো স্বপ্ন কুড়ানোর মতো
আমি তোমাকে দেখি
তোমাকে দেখি ম্লান আভা ছড়ানো সোহরাওয়ার্দী উদ্যানে
সূর্যসেন হলের বিবর্ণ ঘাসে, আঙিনায় বিক্ষত ভালোবাসায়
কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শূন্য হাতে দাঁড়ানো কবির নামফলকে
বিধবা নারীর কান্না বুকে ঝিলামের জলে
ধিকিধিকি জ্বলা পারমাণবিক চুল্লির ভয়ার্ত দৃষ্টিতে।
আমি যত দূর যাই তোমাকে দেখি
উদ্ধত রাইফেলের গর্জনে কিংবা রুদ্ধশ্বাস জলপাই রঙে
মিছিলের ঊর্মিমালায় উত্তাল রাজপথে
নূর হোসেনের আর্ট করা বুকে-পৃষ্ঠে স্লোগানে
নীরব ভীতিফোটা প্রহরে-
ধূপছায়া বিকেল দোয়েলের আপন নিলয় সুরে।
আমি যত দূর যাই তোমাকে দেখি
ভিন ভাষা ভিন দেশ সবখানে
পৃথিবীর সৌন্দর্যের রোদ
বৃক্ষের সাহস চোখে রূপসী সেন্ট্রাল পার্ক
হাডসন নদীর তীরে হু-হু বাতাসের কান্নায়…
শ্রমভারে আনত দুটি হাত জরা-যাতনায়
তোমাকে দেখি আমার স্বপ্নের অযুত ব্যঞ্জনে
বর্ণিল টাইম স্কয়ারে
আত্মার নীল নিঃসঙ্গ করিডরে আমি তোমাকে
অস্থির একাকী বসে থাকতে দেখি হে আমার স্বাধীনতা।