
বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী উত্তরবঙ্গ গরু মেলা। সারা দেশ থেকে প্রায় দেড় হাজার খামারি এই মেলায় অংশ নিয়েছেন। বগুড়ার মমইন বিনোদন জগতে ৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে মেলার উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন (বিডিএফ) আয়েজিত মেলায় ২০২টি স্টলে ৪ শতাধিক শৌখিন গরু প্রদর্শন করা হচ্ছে। মেলার বিশেষ আকর্ষণ ছিল গরুর র্যাম্প শো। তা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা।
বিডিএফর সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার ও টিএমএসএসর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বিশেষ অতিথি ছিলেন। উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
ব্যতিক্রমী এই র্যাম্প শোতে দেখা গেছে, গানের তালে শতাধিক গরু হাজার হাজার দর্শনার্থীদের সামনে হাঁটছে। হাঁটার সময় সঙ্গে থাকা গরুর মালিকরাও তাদের গরুর জাত, বয়স ও দাম সবাইকে জানিয়ে দিচ্ছেন। পরে র্যাম্প শো শেষে মালিকরা তাদের গরু নিজ নিজ স্টলে নিয়ে যান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন মেলা আয়োজনের মধ্য দিয়ে আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালনে প্রান্তিক পর্যায়ের খামারিদের উদ্বুদ্ধ করা সম্ভব। পাশাপাশি তাদের সঙ্গে বৃহৎ খামারি ও গরু ব্যবসায়ীদের সংযোগ স্থাপনে এই মেলা ভূমিকা রাখবে।
মেলায় খামারিরা ব্রাহামা, আরসিসি, নর্থ বেঙ্গল গ্রে, শাহীওয়াল, সিজারিয়ান, ভুট্টীসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু ছাড়াও গয়াল, মহিষ ও বিভিন্ন প্রজাতির পোষা প্রাণী প্রদর্শন করছেন। মেলার মাঠে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ ছিল ১ হাজার ৪০০ কেজি ওজনের অস্ট্রাল গরুকে ঘিরে। এ ছাড়া শিং বড় কয়েকটি গরু দেখতে সাধারণ মানুষ ভিড় করেন।
বগুড়া ভান্ডার অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, ‘মেলার প্রধান আকর্ষণ গরুর র্যাম্প শো। যা ইতিমধ্যে একবার অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল পর্যন্ত এই মেলা চলবে। মেলার ফাঁকে ফাঁকে গরুর র্যাম্প শো চলবে।’
তিনি আরও বলেন, যেসব গরু প্রদর্শনের জন্য মেলায় তোলা হয়েছে, তার অধিকাংশই মেলা থেকে বিক্রি হবে বলে তারা আশা করছেন।
ঠিকানা/এনআই
বিডিএফর সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার ও টিএমএসএসর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বিশেষ অতিথি ছিলেন। উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
ব্যতিক্রমী এই র্যাম্প শোতে দেখা গেছে, গানের তালে শতাধিক গরু হাজার হাজার দর্শনার্থীদের সামনে হাঁটছে। হাঁটার সময় সঙ্গে থাকা গরুর মালিকরাও তাদের গরুর জাত, বয়স ও দাম সবাইকে জানিয়ে দিচ্ছেন। পরে র্যাম্প শো শেষে মালিকরা তাদের গরু নিজ নিজ স্টলে নিয়ে যান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন মেলা আয়োজনের মধ্য দিয়ে আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালনে প্রান্তিক পর্যায়ের খামারিদের উদ্বুদ্ধ করা সম্ভব। পাশাপাশি তাদের সঙ্গে বৃহৎ খামারি ও গরু ব্যবসায়ীদের সংযোগ স্থাপনে এই মেলা ভূমিকা রাখবে।
মেলায় খামারিরা ব্রাহামা, আরসিসি, নর্থ বেঙ্গল গ্রে, শাহীওয়াল, সিজারিয়ান, ভুট্টীসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু ছাড়াও গয়াল, মহিষ ও বিভিন্ন প্রজাতির পোষা প্রাণী প্রদর্শন করছেন। মেলার মাঠে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ ছিল ১ হাজার ৪০০ কেজি ওজনের অস্ট্রাল গরুকে ঘিরে। এ ছাড়া শিং বড় কয়েকটি গরু দেখতে সাধারণ মানুষ ভিড় করেন।
বগুড়া ভান্ডার অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, ‘মেলার প্রধান আকর্ষণ গরুর র্যাম্প শো। যা ইতিমধ্যে একবার অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল পর্যন্ত এই মেলা চলবে। মেলার ফাঁকে ফাঁকে গরুর র্যাম্প শো চলবে।’
তিনি আরও বলেন, যেসব গরু প্রদর্শনের জন্য মেলায় তোলা হয়েছে, তার অধিকাংশই মেলা থেকে বিক্রি হবে বলে তারা আশা করছেন।
ঠিকানা/এনআই