জীবন সঁপেছি নয়নচকোরে
চোখের ভেতরে অনুরাগ থাকে অভিমান থাকে কামনা-বাসনা থাকে
থাকে প্রেম, দ্রোহ, দিঘি, অরণ্য, সাগর, আকাশ, ভালোবাসি বলি যাকে।
কবিতা আসরে কবিতার মতো চোখে চোখ রেখে সন্ধ্যাপ্রদীপ জ্বেলেÑ
জীবন সঁপেছি কাজল নয়ানে, হারিয়ে গিয়েছি সূর্য মেঘের ফাঁকে!
একতরফা ভালোবাসা আমার
আমার ভালোবাসা একতরফা সেটা ভালো করেই জানি
দুইতরফা নেই কপালে তবু তোকে সত্য বলে মানি।
ভালোবাসাতে হবে কথা ছিল-বেসেছি, মুক্তি কি পেয়েছি?
শেষ বিকেলে তোর চরণতলে ঠাঁই চাই একটুখানি।
সুন্দরের আরাধনায় মগ্ন মন
নির্জনতার, বিষণ্নতার, রক্তপাতের কথা আজ থাক
এত সুন্দর পৃথিবীতে এসে তাকে ভালোবেসে কিছু বলা যাক।
নিসর্গের যে রং বদলায় কার ইশারায়? কার ভাবনায়?
সুন্দর! সেই জগদীশ্বর! চারিদিকে বাজে তার জয়ঢাক।
চোখের ভেতরে অনুরাগ থাকে অভিমান থাকে কামনা-বাসনা থাকে
থাকে প্রেম, দ্রোহ, দিঘি, অরণ্য, সাগর, আকাশ, ভালোবাসি বলি যাকে।
কবিতা আসরে কবিতার মতো চোখে চোখ রেখে সন্ধ্যাপ্রদীপ জ্বেলেÑ
জীবন সঁপেছি কাজল নয়ানে, হারিয়ে গিয়েছি সূর্য মেঘের ফাঁকে!
একতরফা ভালোবাসা আমার
আমার ভালোবাসা একতরফা সেটা ভালো করেই জানি
দুইতরফা নেই কপালে তবু তোকে সত্য বলে মানি।
ভালোবাসাতে হবে কথা ছিল-বেসেছি, মুক্তি কি পেয়েছি?
শেষ বিকেলে তোর চরণতলে ঠাঁই চাই একটুখানি।
সুন্দরের আরাধনায় মগ্ন মন
নির্জনতার, বিষণ্নতার, রক্তপাতের কথা আজ থাক
এত সুন্দর পৃথিবীতে এসে তাকে ভালোবেসে কিছু বলা যাক।
নিসর্গের যে রং বদলায় কার ইশারায়? কার ভাবনায়?
সুন্দর! সেই জগদীশ্বর! চারিদিকে বাজে তার জয়ঢাক।