যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজসহ কয়েকটি বাণিজ্যিক জাহাজ লোহিত সাগরে ড্রোন হামলার শিকার হয়েছে। ৩ ডিসেম্বর রোববার এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, ‘লোহিত সাগরে যুদ্ধজাহাজ ইউএসএস কার্নে এবং কয়েকটি বাণিজিক্য জাহাজে হামলার ব্যাপারে আমরা অবগত আছি। বিষয়টি পরিষ্কার হলে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।’
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, লোহিত সাগরে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে দুটি ড্রোন আঘাত হেনেছে।
এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা আমব্রে জানিয়েছিল, উত্তর ইয়েমেনের হোদেইদা বন্দরে তাদের অপর একটি কনটেইনারবাহী জাহাজ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
যদিও কোন জায়গা থেকে এসব হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি। নাম প্রকাশ না করে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, সানার স্থানীয় সময় সকাল ১০টায় হামলা শুরু হয়, যা পাঁচ ঘণ্টা স্থায়ী ছিল।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে দুটি জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। জাহাজগুলো ‘ইসরায়েলের সঙ্গে যুক্ত’ বলে দাবি তাদের। তবে মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার কথা স্বীকার করেনি তারা।
এর আগে লোহিত সাগরে একাধিক জাহাজে হামলা চালিয়েছে হুতি। মূলত ইসরায়েলি মালিকানাধীন জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে তারা।
ঠিকানা/এনআই
পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, ‘লোহিত সাগরে যুদ্ধজাহাজ ইউএসএস কার্নে এবং কয়েকটি বাণিজিক্য জাহাজে হামলার ব্যাপারে আমরা অবগত আছি। বিষয়টি পরিষ্কার হলে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।’
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, লোহিত সাগরে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে দুটি ড্রোন আঘাত হেনেছে।
এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা আমব্রে জানিয়েছিল, উত্তর ইয়েমেনের হোদেইদা বন্দরে তাদের অপর একটি কনটেইনারবাহী জাহাজ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
যদিও কোন জায়গা থেকে এসব হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি। নাম প্রকাশ না করে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, সানার স্থানীয় সময় সকাল ১০টায় হামলা শুরু হয়, যা পাঁচ ঘণ্টা স্থায়ী ছিল।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে দুটি জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। জাহাজগুলো ‘ইসরায়েলের সঙ্গে যুক্ত’ বলে দাবি তাদের। তবে মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার কথা স্বীকার করেনি তারা।
এর আগে লোহিত সাগরে একাধিক জাহাজে হামলা চালিয়েছে হুতি। মূলত ইসরায়েলি মালিকানাধীন জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে তারা।
ঠিকানা/এনআই