আবারও গাজায় হামলা শুরু করলো ইসরাইল

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৪৩ , অনলাইন ভার্সন
হামাসের সঙ্গে যুদ্ধবিরতির কারণে সাতদিন গাজায় হামলা চালানো থেকে বিরত ছিল ইসরাইল।  ইসরাইল বলেছে, তারা গাজায় হামাসের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ  ইসরাইল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাস ইসরাইলে গুলি চালিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে তারা। খবর-বিবিসি
হামাস পরিচালিত জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে- দক্ষিণ গাজা উপত্যকায় বেশ কয়েকটি বিমান থেকে হামলা চালানো হয়েছে।  
এ তথ্য নিশ্চিত করেছে গাজায় বিবিসি সূত্র।  বলছে, উত্তর গাজায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  শহরের উত্তর-পশ্চিমে গোলাগুলি হয়েছে।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041