কাজাখস্তানে হোস্টেলে অগ্নিকাণ্ডে নিহত ১৩

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ২২:০৭ , অনলাইন ভার্সন
কাজাখস্তানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছেন। দেশটির সবচেয়ে বড় শহর আলমাতির এক হোস্টেলে ৩০ নভেম্বর বৃহস্পতিবার এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতদের মধ্যে ৯ জন কাজাখস্তানের নাগরিক। বাকিদের মধ্যে দুজন রাশিয়ান এবং দুজন উজবেক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরবেলায় তিনতলা ওই ভবনে আগুন লাগে। এ সময় সেখানে ৭২ জন অতিথি ছিলেন।

ধারণা করা হচ্ছে নিঃশ্বাসে কার্বন মনোক্সাইড ঢুকে মৃত্যু হয় ১৩ জনের। এ সময় ধোঁয়ায় চারপাশ ভরে ওঠে। ৫৯ জন পালিয়ে বাঁচেন।

কী কারণে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, তা এখনো জানা যায়নি।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041