
সিলেট রেলওয়ে স্টেশনে উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ২২ নভেম্বর বুধবার রাত সাড়ে নয়টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে ছিল।
সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরা দৌড়ে আসি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কীভাবে আগুন লেগেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
আগুন কীভাবে লেগেছে কিংবা কেউ লাগিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্টেশন মাস্টার নুরুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঠিকানা/এনআই
সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরা দৌড়ে আসি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কীভাবে আগুন লেগেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
আগুন কীভাবে লেগেছে কিংবা কেউ লাগিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্টেশন মাস্টার নুরুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঠিকানা/এনআই