চমকের পর চমক! আচমকা বরখাস্ত স্যাম অল্টম্যান। তার আবার ফেরার সম্ভাবনা। সেটা বাতিলও হলো। এবার ওপেনএআইতে সবচেয়ে বড় বিনিয়োগ কোম্পানি মাইক্রোসফটের প্রধান বলছেন, তাদের দলে যোগ দিচ্ছেন এআই আইকন স্যাম অল্টম্যান।
মাইক্রোসফটে নতুন এআই গবেষণা দলের নেতৃত্ব দেবেন ওপেনএআই থেকে ক্ষমতাচ্যুত সিইও স্যাম অল্টম্যান ও পদত্যাগ করা প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান --এমনই দাবি মাইক্রোসফট সিইও সাত্যিয়া নাদেলার।
সোমবার এ ঘোষণার পাশাপাশি ওপেনএআইয়ের নতুন সিইও হিসেবে ইমেট শিয়ারকে নিয়োগের বিষয়য়েও কথা বলেছেন নাদেলা। তিনি বলেন, শিয়ার ও ওপেনএআইয়ের নতুন নেতৃত্ব সম্পর্কে আরও জানতে ও কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার কোম্পানি।
কীভাবে সরানো হলো অল্টম্যানকে?
অল্টম্যানকে ছাঁটাইয়ের ঘটনাটি আকস্মিকভাবেই জনসম্মুখে এসেছে। ওপেনএআই এক বিবৃতিতে বলেছে, অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, অল্টম্যান পরিচালনা বোর্ডের সঙ্গে সবসময় ‘স্বচ্ছ ছিলেন না’।
“পর্ষদের স্বাধীন তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত অনুসারে, পর্ষদের সঙ্গে তার যোগাযোগ সঙ্গতিপূর্ণ ছিল না। আর এটি কোম্পানির দায়দায়িত্ব বা কার্যক্রম চর্চার সক্ষমতাকে বাধাগ্রস্ত করেছে। ফলে, ওপেনএআইয়ের নেতৃত্ব দেওয়ার বিষয়ে তার ওপর পর্ষদ আর ভরসা করতে পারছে না।”
৩৮ বছর বয়সী অল্টম্যান এই ওপেনএআইয়ের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।
অল্টম্যানকে অব্যাহতির বিষয়টি এআই সেক্টরে বেশ নাড়া দিয়েছে। বিষয়টি মেনে নিতে পারেননি অনেকেই।
নিজের ছাঁটাইয়ের খবর প্রকাশ পাওয়ার পর সামাজিক মাধ্যম এক্স-এ অল্টম্যান লেখেন, “আট বছর আগে আমার অ্যাপার্টমেন্টে একসঙ্গে আমরা যা তৈরি করেছি, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। আমরা একসঙ্গে কঠিন ও দুর্দান্ত সময় পার করেছি। বিভিন্ন বাধার মুখে পড়ার পরও আমরা অনেক অর্জন পেয়েছি।”
“কিন্তু আজকের (অল্টম্যানের অব্যাহতি) খবরের ভিত্তিতে আমিও দায়িত্ব ছেড়ে দিচ্ছি।” অল্টম্যানের বিদায়ের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন টুইচের সাবেক সিইও ইমেট শিয়ার।
ঠিকানা/এসআর
মাইক্রোসফটে নতুন এআই গবেষণা দলের নেতৃত্ব দেবেন ওপেনএআই থেকে ক্ষমতাচ্যুত সিইও স্যাম অল্টম্যান ও পদত্যাগ করা প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান --এমনই দাবি মাইক্রোসফট সিইও সাত্যিয়া নাদেলার।
সোমবার এ ঘোষণার পাশাপাশি ওপেনএআইয়ের নতুন সিইও হিসেবে ইমেট শিয়ারকে নিয়োগের বিষয়য়েও কথা বলেছেন নাদেলা। তিনি বলেন, শিয়ার ও ওপেনএআইয়ের নতুন নেতৃত্ব সম্পর্কে আরও জানতে ও কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তার কোম্পানি।
কীভাবে সরানো হলো অল্টম্যানকে?
অল্টম্যানকে ছাঁটাইয়ের ঘটনাটি আকস্মিকভাবেই জনসম্মুখে এসেছে। ওপেনএআই এক বিবৃতিতে বলেছে, অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, অল্টম্যান পরিচালনা বোর্ডের সঙ্গে সবসময় ‘স্বচ্ছ ছিলেন না’।
“পর্ষদের স্বাধীন তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত অনুসারে, পর্ষদের সঙ্গে তার যোগাযোগ সঙ্গতিপূর্ণ ছিল না। আর এটি কোম্পানির দায়দায়িত্ব বা কার্যক্রম চর্চার সক্ষমতাকে বাধাগ্রস্ত করেছে। ফলে, ওপেনএআইয়ের নেতৃত্ব দেওয়ার বিষয়ে তার ওপর পর্ষদ আর ভরসা করতে পারছে না।”
৩৮ বছর বয়সী অল্টম্যান এই ওপেনএআইয়ের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।
অল্টম্যানকে অব্যাহতির বিষয়টি এআই সেক্টরে বেশ নাড়া দিয়েছে। বিষয়টি মেনে নিতে পারেননি অনেকেই।
নিজের ছাঁটাইয়ের খবর প্রকাশ পাওয়ার পর সামাজিক মাধ্যম এক্স-এ অল্টম্যান লেখেন, “আট বছর আগে আমার অ্যাপার্টমেন্টে একসঙ্গে আমরা যা তৈরি করেছি, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। আমরা একসঙ্গে কঠিন ও দুর্দান্ত সময় পার করেছি। বিভিন্ন বাধার মুখে পড়ার পরও আমরা অনেক অর্জন পেয়েছি।”
“কিন্তু আজকের (অল্টম্যানের অব্যাহতি) খবরের ভিত্তিতে আমিও দায়িত্ব ছেড়ে দিচ্ছি।” অল্টম্যানের বিদায়ের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন টুইচের সাবেক সিইও ইমেট শিয়ার।
ঠিকানা/এসআর