বিয়ে করেছেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১৯:৩১ , অনলাইন ভার্সন
‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা। খবর রটেছে, চুপিসারে বিয়ে করেছেন তিনি। পাত্র যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। নানা গণমাধ্যমে এই খবরই উড়ছে লিজার।

তবে লিজা জানালেন, গোপনে নয়, প্রকাশ্যেই বিয়ে করেছেন। তিনি বলেন, ‘খবর বেরিয়েছে, আমি নাকি গোপনে বিয়ে করেছি। মোটেও গোপনে নয়, আমি প্রকাশ্যে বিয়ে করেছি। গত বছর দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে।’

তার বর সবুজ খন্দকার একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। যুক্তরাষ্ট্রপ্রবাসী হলেও বাংলাদেশে নিয়মিত আসা-যাওয়া রয়েছে তার।

লিজা বলেন, ‘গত বছর আমাদের বিয়ে হয়েছে। ইচ্ছে ছিল সকলকে দাওয়াত দিয়ে মিডিয়ায় জানাব। তার আগেই খবর বের হলো আমি গোপনে বিয়ে করেছি। গোপনে বিয়ে মানে তো পরিবারের অসম্মতিতে বিয়ে করা। আমরা এটা তো করিনি। আমাদের বিয়েটা দুই পরিবারের সম্মতিতে আয়োজন করে হয়েছে। আর আমার হাজবেন্ডকে সবখানেই আমি নিয়ে যাই, তার সঙ্গেও আমি ঘুরছি-ফিরছি। মিডিয়ার সবাই জানে।’

পাত্রের সঙ্গে ২০১৬ সালে পরিচয় হয় লিজার। সেই থেকে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় বলে জানান তিনি। ‘পাগলি সুরাইয়া’ খ্যাত এই শিল্পী বলেন, ‘আমাদের পরিচয় হয় ৭ বছর আগে। আমরা দুজনই দুজনের বেশ ভালো বন্ধু। সে গান পছন্দ করে, আমাকে ভীষণ সাপোর্ট করে এবং সর্বোপরি একজন ভালো মানুষ। তার এই গুণগুলো দেখে মনে হলো তাকে জীবনসঙ্গী করা যায়। এরপর দুই পরিবারের সিদ্ধান্তে গত বছরের ডিসেম্বরে আমরা বিয়ে করি।’

তিনি আরও বলেন, ইচ্ছে ছিল ডিসেম্বরেই বিয়ে-পরবর্তী অনুষ্ঠান করার। কিন্তু এখন এটা সম্ভব হচ্ছে না। নির্বাচন শেষ হওয়ার পর একটা স্বাভাবিক ও সুন্দর সময় দেখে অনুষ্ঠান করব।

২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। এর ঠিক চার বছর পর ২০১২ সালের ২ মার্চ ইকবাল মাহমুদ লাভলু নামের একজন রাজনীতিবিদের সঙ্গে লিজার আক্‌দ হয় বলে শোনা যায়। যদিও লিজা বলেছিলেন, তাদের বাগদান হয়েছিল। কিন্তু পরে আর বিয়েটা করা হয়নি।

এরপর ২০২২ সালে আবারও তার বিয়ের গুঞ্জন শোনা যায়। তখন বলেছিলেন, বিয়ে নয়, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে বিয়ের সবকিছু রেডি।

সে বছরই বিয়ে করবেন বললেও সেটা আর হয়নি। ধারণা করা হচ্ছে লিজা সম্পর্কে জড়িয়েছিলেন এই সবুজ খন্দকারের সঙ্গেই। সম্প্রতি যাকে বিয়ে করলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। বিবাহিত সবুজের সঙ্গে পরিচয়ের সূত্রপাত ইকবাল মাহমুদের মাধ্যমে। সবুজের আগের সংসারে স্ত্রী-সন্তান রয়েছে। তার পরও একটা সময় লিজা ও সবুজ প্রেমের সম্পর্কে জড়ান।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078