গাজায় মানবিক সাহায্যপণ্যের বহরে হামলা হচ্ছে, অভিযোগ রেড ক্রসের

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১০:৩৬ , অনলাইন ভার্সন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সাহায্যপণ্যের বহরকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)। আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে, ৭ নভেম্বর (মঙ্গলবার) গাজা শহরে একটি মানবিক সাহায্যপণ্যের বহরে হামলা চালানো হয়েছে, যেখানে জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছিল। খবর এএফপির।

এক বিবৃতিতে আইসিআরসি জানিয়েছে, বহরটিতে মোট পাঁচটি ট্রাক ছিল। আল-কুদসসহ বিভিন্ন হাসপাতালে দেওয়ার জন্য চিকিৎসা সরঞ্জাম ছিল ওই বহরে। তবে, এতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ট্রাকের চালকেরা সামান্য আঘাত পেয়েছেন। কে বা কারা বহরে এই হামলা চালিয়েছে তা জানায়নি আইসিআরসি। এমনকি, কোন দিক থেকে এই হামলা চালানো হয়েছে তাও জানায়নি।

গাজায় রেড ক্রসের প্রতিনিধি দলের প্রধান উইলিয়াম স্কুমবার্গ বলেন, ‘মানবিক কর্মীদের জন্য কাজের উপযুক্ত পরিবেশ নেই। এমনকি, তাদের কাজের জন্য এমন শর্ত দেওয়া হয়নি। আমরা এখানে বেসামরিক নাগরিকদের জরুরি সহায়তা দিতে এসেছি। আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে অত্যাবশ্যকীয় চিকিৎসা সুবিধা পৌঁছানো নিশ্চিত করা একটি আইনি বাধ্যবাধকতা।’

আইসিআরসি বলছে, হামলার পর রুট পরিবর্তন করে আর-শিফা হাসপাতালে পৌঁছায় তারা।
এদিকে, গাজা ইস্যু নিয়ে সৌদি আরবে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে আরব, ইসলামিক ও আফ্রিকার দেশগুলো অংশ নেবে। তবে, কখন এই সম্মেলন হবে তা নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে, গাজা ইস্যুতে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য ও আইন প্রণেতা ইমরান হুসেইন। যুদ্ধে লেবার পার্টির শীর্ষ নেতা কেইর স্ট্রারমেরসের অবস্থানকে কেন্দ্র করে তিনি দল থেকে পদত্যাগ করেছেন।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041