ইউরোপে বায়ুদূষণে বছরে ১২০০ শিশুর মৃত্যু

প্রকাশ : ২৫-০৪-২০২৩ ১২:৫৪:০৫ পিএম , অনলাইন ভার্সন
ইউরোপে বায়ুদূষণের কারণে বছরে এক হাজার ২০০ জনের বেশি শিশু ও কিশোর-কিশোরীর মৃত্যু হচ্ছে৷ ২৪ এপ্রিল (সোমবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল এজেন্সি (ইইএ)।

ইইএ বলছে, শিশুদের অকালমৃত্যুর সংখ্যা খুব বেশি না হলেও জীবনের একেবারের শুরুর দিকে মৃত্যুর কারণে ভবিষ্যৎ সম্ভাবনা নষ্ট হচ্ছে৷ এছাড়া শিশুরা দীর্ঘস্থায়ী অসুখে ভুগছে৷ বায়ুদূষণের কারণে অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে৷ বর্তমানে ইউরোপের প্রায় ৯ শতাংশ শিশু ও কিশোর-কিশোরী অ্যাজমায় আক্রান্ত৷

এছাড়া বায়ুদূষণের কারণে ফুসফুসের কার্যকারিতা হ্রাস, শ্বাসযন্ত্রের সংক্রমণ ও অ্যালার্জির মতো শারীরিক সমস্যা হতে পারে৷

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশসহ মোট ৩০টি দেশের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে ইইএ৷ তবে রাশিয়া, যুক্তরাজ্য ও ইউক্রেনের মতো শিল্পখাতে উন্নত দেশের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি৷ সে কারণে পুরো ইউরোপে মৃত্যুর সংখ্যা আরও বেশি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়৷

প্রতিবেদনে জানানো হয়, মধ্য-পূর্ব ইউরোপ ও ইতালিতে বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালার চেয়ে বেশি। প্রতিবেদনে যে দেশগুলোর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, সেসব দেশের শহরাঞ্চলে বাস করা প্রায় ৯৭ শতাংশ মানুষ গত বছর যে বাতাস গ্রহণ করেছেন, তা ডাব্লিউএইচওর মানদণ্ডের শর্ত পূরণ করেনি বলেও জানিয়েছে ইইএ৷

বায়ুদূষণ থেকে শিশুদের বাঁচাতে স্কুলের আশপাশে সবুজ এলাকা বাড়ানোর পরামর্শ দিয়েছে ইইএ৷

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041