এনওয়াইপিডিতে পদোন্নতি  পেলেন এরশাদুরসহ তিন বাংলাদেশি

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১৫:০৫ , অনলাইন ভার্সন
পেশাদারিত্বে বিশেষ দক্ষতা, মেধা আর কমিউনিটির প্রতি সর্বোচ্চ ডেডিকেশনের জন্য বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিককে ডিটেকটিভ স্কোয়াডের মর্যাদাপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে নিউইয়র্ক সিটির পুলিশ একাডেমিতে অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এরশাদুর সিদ্দিককে প্রমোশনের সার্টিফিকেট হস্তান্তর করা হয়। 
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার অ্যাডওয়ার্ড এ ক্যাবানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন এই মেধাবী অফিসার এরশাদুর সিদ্দিক। 
এখানে উল্লেখ্য, বিশে^র অন্যতম চৌকস পুলিশ বিভাগ হচ্ছে এনওয়াইপিডি। এই বাহিনীতে অসমান্য অবদান দেখিয়ে বিভিন্ন পদে পদোন্নতি দেয়া হয় কর্মকর্তাদের। এরমধ্যে অন্যতম এরশাদুর সিদ্দিকী। ধারাবাহিকভাবে অসামান্য নেতৃত্ব দিয়ে পুলিশ বিভাগে সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

নিউইয়র্ক: পদোন্নতিপ্রাপ্তদের সাথে পরিবারের সদস্য ও সহকর্মীরা। 

বাপা’র মিডিয়া লিয়াজোঁ ডিটেক্টিভ জামিল সারোয়ার জানান, কাজের মধ্যে চালেঞ্জ নিয়ে বরাবরই নিজেকে প্রমাণ করেছেন এরশাদুর সিদ্দিক। সেই ধারাবাহিকতাই তাকে সাফল্য পেতে সহযোগিতা করেছে। এই সাফল্য কমিউনিটির নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে জানান এরশাদুর সিদ্দিক। 
এদিকে, সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান আসহাফিক চৌধুরী ও রাইসুল ইসলাম। আসহাফিক চৌধুরী বর্তমানে ১০৩ প্রিসিঙ্কটে ডিটেকটিভ স্কোয়াড ডিটেক্টিভ পদে এবং অফিসার রাইসুল ইসলাম বর্তমানে ৯০ প্রিসিঙ্কটে অফিসার পদে কর্মরত। এমন পদোন্নতিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছন রাইসুল ইসলাম।
বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতে পুরো হলজুড়ে উৎসবের আমেজের আবহ তৈরী হয়। এই তিনজনের পদোন্নতিতে বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।
সার্জেন্ট এরশাদুর সিদ্দিক, সার্জেন্ট রাইসুল ইসলাম ও সার্জেন্ট আসহাফিক চৌধুরীর পদোন্নতিতে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সেক্রেটারি ক্যাপ্টেন একেএম আলম (প্রিন্স আলম) অভিনন্দন জানিয়েছেন। তাদের এই অর্জন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্য উচ্ছ্বসিত বলে জানান তারা। তাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078