
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ৩১ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যার ওই সাক্ষাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কর্নেল (অব.) ফারুক খান এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমদ উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।
এক্সে (আগের টুইটার) হাইকমিশন লিখেছে, আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। যুক্তরাজ্য অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সকল স্টেকহোল্ডারকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানায়। জানা গেছে, বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি স্থান পেয়েছে। বিশেষ করে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সহিংসতাসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়।
ঠিকানা/এম
এক্সে (আগের টুইটার) হাইকমিশন লিখেছে, আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। যুক্তরাজ্য অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সকল স্টেকহোল্ডারকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানায়। জানা গেছে, বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি স্থান পেয়েছে। বিশেষ করে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সহিংসতাসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়।
ঠিকানা/এম