নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠতে নেতাদের কথার লড়াই। আক্রমণাত্মক বক্তব্য কোনো কোনো সময় ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি বিভিন্ন জনসভায় ‘তলে তলে’, ‘খেলা হবে’ বাক্য উচ্চারণ করে বক্তৃতা করছেন; যেটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। আবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে দলটির বেশ কয়েকজন নেতার আক্রমণাত্মক বক্তব্যের সমালোচনাও হচ্ছে।
সম্প্রতি ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে কথা বলেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। তিনি আপনার (ওবায়দুল কাদের) এত তলার (খুঁটি) জোর। তলার জোরের ঠেলায় বাংলাদেশের পুলিশবাদী মামলায় প্রথম আসামির দণ্ডাদেশ দেওয়ার ব্যবস্থা করলেন পবিত্রতম জেলা নোয়াখালীর সন্তানের ওপর। আপনি মাঠ কাঁপানো অগ্নিপুরুষ মোহাম্মদ শাহজাহানের ওপর দিয়ে শুরু করলেন পুলিশবাদী রাজনৈতিক মামলার রায়।
সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান একটি রাজনৈতিক মামলায় চার বছরের সাজা দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন পাপিয়া।
সেই সমাবেশে দেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য পাপিয়ার বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বর্তমানে এটি ফেসবুকসহ নানা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে বক্তব্যের ভিডিওটি। বক্তব্যে ওবায়দুল কাদেরের ব্যক্তিজীবনও নিয়েও নেতিবাচক মন্তব্য করেন পাপিয়া।
পাপিয়া বলেন, আপনি (ওবায়দুল কাদের) পুলিশবাদী মামলায় শাখের করাতটা চালালেন নোয়াখালীর কৃতী সন্তানের ওপর। এ মামলার রায়ে দলমত নির্বিশেষে প্রত্যকের হৃদয় আজ ভারাক্রান্ত। আজকে তারা কাঁদছে, মুখের ভাষা হারিয়ে ফেলেছে দলমত নির্বিশেষে সবাই।
কান্নাজড়িত কন্ঠে পাপিয়া বলেন, আমি কখনো ভাবিনি নোয়াখালীর শাহজাহান সাহেবের মামলার রায় হবে। আর আমাকে প্রতিবাদ সমাবেশে আসতে হবে। এটা আমি কখনো ভাবিনি। আমি কখনো ভাবতেও পারি না।
ঠিকানা/এসআর
সম্প্রতি ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে কথা বলেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। তিনি আপনার (ওবায়দুল কাদের) এত তলার (খুঁটি) জোর। তলার জোরের ঠেলায় বাংলাদেশের পুলিশবাদী মামলায় প্রথম আসামির দণ্ডাদেশ দেওয়ার ব্যবস্থা করলেন পবিত্রতম জেলা নোয়াখালীর সন্তানের ওপর। আপনি মাঠ কাঁপানো অগ্নিপুরুষ মোহাম্মদ শাহজাহানের ওপর দিয়ে শুরু করলেন পুলিশবাদী রাজনৈতিক মামলার রায়।
সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান একটি রাজনৈতিক মামলায় চার বছরের সাজা দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন পাপিয়া।
সেই সমাবেশে দেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য পাপিয়ার বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বর্তমানে এটি ফেসবুকসহ নানা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে বক্তব্যের ভিডিওটি। বক্তব্যে ওবায়দুল কাদেরের ব্যক্তিজীবনও নিয়েও নেতিবাচক মন্তব্য করেন পাপিয়া।
পাপিয়া বলেন, আপনি (ওবায়দুল কাদের) পুলিশবাদী মামলায় শাখের করাতটা চালালেন নোয়াখালীর কৃতী সন্তানের ওপর। এ মামলার রায়ে দলমত নির্বিশেষে প্রত্যকের হৃদয় আজ ভারাক্রান্ত। আজকে তারা কাঁদছে, মুখের ভাষা হারিয়ে ফেলেছে দলমত নির্বিশেষে সবাই।
কান্নাজড়িত কন্ঠে পাপিয়া বলেন, আমি কখনো ভাবিনি নোয়াখালীর শাহজাহান সাহেবের মামলার রায় হবে। আর আমাকে প্রতিবাদ সমাবেশে আসতে হবে। এটা আমি কখনো ভাবিনি। আমি কখনো ভাবতেও পারি না।
ঠিকানা/এসআর