দেশব্যাপী ১৫০টি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১৪:২১ , অনলাইন ভার্সন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৩৯ জেলায় সড়ক ও জনপথ বিভাগের নবনির্মিত ১৫০টি সেতু ও ১৪টি ওভারপাস উদ্বোধন করেছেন। আজ ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে এক অনুষ্ঠান থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশব্যাপী এসব অবকাঠামো উদ্বোধন করেন। 

প্রধানমন্ত্রী ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর এক  হাজার ১০০ মিটার কেওয়াটখালী সেতু ও এক হাজার ৪৭১ মিটার রহমতপুর সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের জন্য নবনির্মিত ডিটিসিএ ভবন উদ্বোধন, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের বিআরটিএ অটোমেটেড মোটর ভেহিকেল ফিটনেস টেস্ট সেন্টার, বিআরটিসি বাস ডিপো ও বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক ভবনে বঙ্গবন্ধুর একটি ম্যুরালও উন্মোচন করেন।

এক বছরেরও কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগে ৪০টি, ঢাকা বিভাগে ৩২টি, চট্টগ্রাম বিভাগে ২৭টি, রাজশাহী বিভাগে ২২টি, খুলনা বিভাগে ১২টি, বরিশাল ও রংপুর বিভাগে আটটি করে এবং সিলেট বিভাগে একটি সেতু উদ্বোধন করেন।

১৫০টি সেতুর মোট দৈর্ঘ্য ৯ দশমিক ৪৫ কিলোমিটার এবং রাজশাহী বিভাগের আটটি ও রংপুর বিভাগের ছয়টিসহ মোট ১৪টি ওভারপাসের দৈর্ঘ্য ৬৮৯ মিটার।

তিন হাজার ২৬৩ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে এক হাজার ১০০ মিটার দীর্ঘ কেওয়াটখালী সেতু এবং ৩৫৮ কোটি টাকা ব্যয়ে এক হাজার ৪৭১ মিটার দীর্ঘ রহমতপুর সেতু ২০২৫ সালের জুনের মধ্যে নির্মাণ করা হবে।

২০২২ সালের ৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫টি জেলায় ১০০টি সেতু উদ্বোধন করেন। সেতুগুলোর মোট দৈর্ঘ্য ছিল  পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078