যুদ্ধকবলিত ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা হিসেবে ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৮ অক্টোবর বুধবার রাত নয়টায় এক্সে দেওয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ১০ লাখ ফিলিস্তিনির জন্য এই বরাদ্দ ব্যয় করা হবে। তিনি বলেন, এই সাহায্য শুধু দুর্গতদের জন্যে। আর সেটা নিশ্চিত করার ব্যবস্থা আমরা করেছি। হামাস বা অন্য কোনো সন্ত্রাসী গ্রুপ এই সহায়তা পাবে না।
এদিকে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, হামাসের হামলার কারণে বেসামরিক লোকদের দোষারোপ ও দুর্ভোগে ফেলা উচিত হবে না। আমরা আমাদের সহযোগীদের সাথে গভীরভাবে সম্পৃক্ত থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সহায়তা অব্যাহত রাখা, যারা নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার চেষ্টা করছে বা যাদের সহায়তার প্রয়োজন রয়েছে তাদের খাদ্য, পানি ও স্বাস্থ্য সহায়তা দেওয়া এবং আশ্রয় দেওয়া।
এদিকে টানা ইসরায়েলি বোমা হামলা এবং অবরোধের কারণে গাজা উপত্যকায় মানবিক সংকট চরমে। ২৩ লাখ মানুষের এই অঞ্চলে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, সব পক্ষকে সহিংসতা বন্ধ করতে হবে। গাজায় প্রতি সেকেন্ডে চিকিৎসা সহায়তা পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, একের পর এক প্রাণ ঝরে পড়ছে। চার দিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসাসামগ্রী সীমান্তে আটকে আছে। চিকিৎসা সহায়তা দিতে দেরি না করে আমাদের এখনই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া প্রয়োজন।
ঠিকানা/এনআই
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ১০ লাখ ফিলিস্তিনির জন্য এই বরাদ্দ ব্যয় করা হবে। তিনি বলেন, এই সাহায্য শুধু দুর্গতদের জন্যে। আর সেটা নিশ্চিত করার ব্যবস্থা আমরা করেছি। হামাস বা অন্য কোনো সন্ত্রাসী গ্রুপ এই সহায়তা পাবে না।
এদিকে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, হামাসের হামলার কারণে বেসামরিক লোকদের দোষারোপ ও দুর্ভোগে ফেলা উচিত হবে না। আমরা আমাদের সহযোগীদের সাথে গভীরভাবে সম্পৃক্ত থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সহায়তা অব্যাহত রাখা, যারা নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার চেষ্টা করছে বা যাদের সহায়তার প্রয়োজন রয়েছে তাদের খাদ্য, পানি ও স্বাস্থ্য সহায়তা দেওয়া এবং আশ্রয় দেওয়া।
এদিকে টানা ইসরায়েলি বোমা হামলা এবং অবরোধের কারণে গাজা উপত্যকায় মানবিক সংকট চরমে। ২৩ লাখ মানুষের এই অঞ্চলে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, সব পক্ষকে সহিংসতা বন্ধ করতে হবে। গাজায় প্রতি সেকেন্ডে চিকিৎসা সহায়তা পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, একের পর এক প্রাণ ঝরে পড়ছে। চার দিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসাসামগ্রী সীমান্তে আটকে আছে। চিকিৎসা সহায়তা দিতে দেরি না করে আমাদের এখনই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া প্রয়োজন।
ঠিকানা/এনআই