সুব্রত চৌধুরী
আমার ঊমা গতর খাটে সকাল থেকে সন্ধে
মনটা ঊমার হয় না আকুল শিউলি ফুলের গন্ধে।
আমার ঊমা পায় না ঘরে মণ্ডা-মিঠাইর ঘ্রাণ
ঢাকের তালে মাতে না যে আমার ঊমার প্রাণ।
আমার ঊমার পান্তা ফুরোয় আনতে গিয়ে নুন
খিড়কি গলে দেয় না উঁকি জোসনা রাতে মুন।
আমার ঊমার ফুটো চালে সূর্য মারে উঁকি
খেরোখাতার পাতায় পাতায় দুঃখের আঁকিবুঁকি।
আমার ঊমা দশভূজা ছেঁড়া শাড়ি গায়ে
মহাজনের ঘানি টানে ভাসে দুঃখের নায়ে।
পুজোর গন্ধে টাপুরটুপুর চোখের লোনা জলে
আমার ঊমার হৃদয় ভাসে কান্না অবিরলে।
আমার ঊমার পুজোর কদিন ভাত জোটে না রোজ
পুজোর ভিড়ে তোমরা কি নাও আমার ঊমার খোঁজ?
আমার ঊমা গতর খাটে সকাল থেকে সন্ধে
মনটা ঊমার হয় না আকুল শিউলি ফুলের গন্ধে।
আমার ঊমা পায় না ঘরে মণ্ডা-মিঠাইর ঘ্রাণ
ঢাকের তালে মাতে না যে আমার ঊমার প্রাণ।
আমার ঊমার পান্তা ফুরোয় আনতে গিয়ে নুন
খিড়কি গলে দেয় না উঁকি জোসনা রাতে মুন।
আমার ঊমার ফুটো চালে সূর্য মারে উঁকি
খেরোখাতার পাতায় পাতায় দুঃখের আঁকিবুঁকি।
আমার ঊমা দশভূজা ছেঁড়া শাড়ি গায়ে
মহাজনের ঘানি টানে ভাসে দুঃখের নায়ে।
পুজোর গন্ধে টাপুরটুপুর চোখের লোনা জলে
আমার ঊমার হৃদয় ভাসে কান্না অবিরলে।
আমার ঊমার পুজোর কদিন ভাত জোটে না রোজ
পুজোর ভিড়ে তোমরা কি নাও আমার ঊমার খোঁজ?