যুদ্ধের মধ্যেই ইসরায়েলে পা রাখলেন বাইডেন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১৯:৩৯ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে পৌঁছেছেন। ১৮ অক্টোবর বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে নিজেদের বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে ইসরায়েলে পৌঁছান বাইডেন।

বাইডেনকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রাথমিক আলাপ শেষে তারা প্রথম বৈঠকের জন্য সরাসরি ভেন্যুতে চলে যান।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর ১২তম দিনে ইসরায়েলে পৌঁছালেন বাইডেন। ইতিপূর্বে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসও ইসরায়েলে পৌঁছেছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁও দুয়েক দিনের মধ্যে ইসরায়েল সফর করবেন।

আগের দিন মঙ্গলবার গাজার একটি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় ৫০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের অধিকাংশ শিশু ও নারী। এটা নিয়ে ইসরায়েল ও হামাস পরস্পরকে দুষছে।

সারা বিশ্বে এটা নিয়ে সমালোচনা হচ্ছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, জার্মানি হাসপাতালে হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

রাশিয়া বলেছে, হামলাটা যে ইসরায়েলে করেনি, তা তাদের প্রমাণ করতে হবে।

বাইডেনসহ পশ্চিমের শীর্ষ নেতারা এত তাড়াতাড়ি ইসরায়েল সফর করছেন কেন, এটা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। প্রথমত ইসরায়েলের প্রতি সমর্থন জানাতে তাদের এ সফর। দ্বিতীয়ত যুদ্ধ যাতে আরও বড় পরিসরে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতেই তারা নেতানিয়াহুর সঙ্গে সরাসরি দেখা করতে আসছেন।

নেতানিয়াহু ইতিমধ্যে ভয়ংকর প্রতিশোধ, হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। সীমান্তে তিন লাখ সৈন্য সমাবেশ করেছেন। যুদ্ধ পরিচালনার জন্য জরুরি সরকার গঠন করেছেন।

এদিকে জর্ডানে গাজা পরিস্থিতি নিয়ে একটি চারপক্ষীয় শীর্ষ সম্মেলনে বাইডেনের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাতে গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা হামলায় ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ায় জর্ডান তা স্থগিত করেছে।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে এক বিবৃতিতে বলেন, শীর্ষ সম্মেলন স্থগিত করা হলো। ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান হত্যাযজ্ঞ বন্ধ করতে সংশ্লিষ্ট পক্ষগুলো সম্মত হলে পরে সুবিধামতো সময়ে তা অনুষ্ঠিত হবে।

জর্ডান সম্মেলনে দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, ফিলিস্তিন অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির অংশ নেওয়ার কথা ছিল।

মঙ্গলবার রাতে গাজা হাসপাতালে বিস্ফোরণের পরপরই জর্ডান সম্মেলন বাতিল করেন মাহমুদ আব্বাস। সূত্র : রয়টার্স, নিউইয়র্ক টাইমস

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041