ট্রেনে ঈদযাত্রা শুরুর প্রথম দিনই শিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ 

প্রকাশ : ১৭-০৪-২০২৩ ১০:২৪:০০ এএম , অনলাইন ভার্সন
শুরু হলো রেলপথে ঈদযাত্রা। রাজধানীর কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়। তবে ব্যাপক প্রস্তুতির পরও প্রথম দিনই শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

আজ ১৭ এপ্রিল (সোমবার) সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সঠিক সময়ে ছেড়ে গেলেও এর পরই দেখা দেয় শিডিউল বিপর্যয়। গত ৭ এপ্রিল আগাম টিকিট কেটেছিলেন যারা, তারাই ঢাকা ছাড়ছেন।

অনলাইনের টিকিট ঝামেলা পেরিয়ে যারা ট্রেনে উঠে বসেছেন, তাদের ঈদ আনন্দ যেন শুরু হয়ে গেছে তখনই। যদিও ১৬ এপ্রিল (রবিবার) কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার জের এখনও কাটিয়ে উঠতে পারেনি রেল। তাই উত্তরবঙ্গের ট্রেনের শিডিউল ঠিক থাকলেও বিপর্যয়ে পূর্বাঞ্চলের ট্রেন। ঢাকা-চট্টগ্রাম রুটের প্রায় সব কটি ট্রেনই ছাড়ছে দুই থেকে তিন ঘণ্টা দেরিতে।

কুমিল্লায় দুর্ঘটনার জেরে প্রথম দিন কিছুট সমস্যা হলেও বাকি দিনগুলোতে নির্বিঘ্নে ঈদযাত্রার প্রত্যাশা রেল কর্মকর্তাদের। প্রতিদিন ৩৭ জোড়া আন্তঃনগরসহ লোকাল ও মেইল ট্রেনে প্রায় ৫০ হাজার মানুষ ঢাকা ছাড়বে।
 
দুর্ঘটনার কারণে রেলের ঈদযাত্রার প্রথম দিন ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রীদের জন্য ১৯ এপ্রিল (বুধবার) স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে৷
 
এছাড়া সোমবার (আজ) মহানগর প্রভাতি ট্রেনে ৫টি এক্সট্রা বগিতে বহন করা হচ্ছে সোনার বাংলার যাত্রীদের। কেউ চাইলে টিকিট ফেরত দিয়ে টাকা নেয়ার অপশনও রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার ধকল কাটিয়ে শিডিউলে ফিরবে পূর্বাঞ্চলের ট্রেন, এমন প্রত্যাশা রেল কর্মকর্তাদের।
 
ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।
 
ঈদযাত্রা শুরুর দিন (সোমবার) থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078