যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ফের গুলির ঘটনায় নিহত ২

প্রকাশ : ১৬-০৪-২০২৩ ০১:২৫:২৬ পিএম , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের ডাউনটাউন লুইসভিলে আবারও গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। এই নিয়ে শহরটিতে পরপর ৩টি গুলির ঘটনা ঘটলো। ১৫ এপ্রিল (শনিবার) রাত ৯টার দিকে লুইসভিলের চিকসাও পার্কে জড়ো হওয়া মানুষের মাঝে গুলি করলে এই হতাহতের ঘটনা ঘটে। 

চিকসাও পার্কে এলএমপিডির সহকারী প্রধান লেফটেন্যান্ট পল হামফ্রে বলেন, গুলি চালানোর সময় 'শতশত' লোক ওই পার্কে ছিল। পুলিশ জানায়, এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই গুলির ঘটনায় কতজন যুক্ত ছিল বা সন্দেহভাজনদের বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ।

এর আগে সোমবার শহরটির ওল্ড ন্যাশনাল ব্যাংকের কর্মচারী কনর স্টার্জন তার পাঁচজন সহকর্মীকে গুলি করে হত্যা করেন এবং গত শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ওল্ড লুইসভিলে আরও একটি গুলির ঘটনা ঘটে যাতে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। এই গুলির ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শহরটির কাউন্সিলর ডোনা পুরভিস।


ঠিকানা/এম
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078