ইসরায়েলে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হামলা প্রতিশোধ নিতে অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে প্রায় ছয় হাজার বোমা ছোড়া হয়েছে, আর এসব বোমার ওজন প্রায় চার হাজার টন।
১২ অক্টোবর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত শনিবার থেকে গাজায় ৩ হাজার ৬০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে যত দিন প্রয়োজন হবে নিরলসভাবে আক্রমণ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা।
ইসরায়েলি বাহিনীর এ নির্বিচার বোমা হামলায় এখন পর্যন্ত গাজায় ১ হাজার ৪১৭ জন মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইসরায়েলিদের বোমার আঘাতে ৬ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে শুধু বোমা হামলা নয়, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধও আরোপ করেছে ইসরায়েল। তারা গাজায় খাদ্য, ওষুধ, পানি, বিদ্যুৎ, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর সরবরাহ বন্ধ করে রেখেছে।
ঠিকানা/এনআই
১২ অক্টোবর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত শনিবার থেকে গাজায় ৩ হাজার ৬০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে যত দিন প্রয়োজন হবে নিরলসভাবে আক্রমণ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা।
ইসরায়েলি বাহিনীর এ নির্বিচার বোমা হামলায় এখন পর্যন্ত গাজায় ১ হাজার ৪১৭ জন মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইসরায়েলিদের বোমার আঘাতে ৬ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে শুধু বোমা হামলা নয়, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধও আরোপ করেছে ইসরায়েল। তারা গাজায় খাদ্য, ওষুধ, পানি, বিদ্যুৎ, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর সরবরাহ বন্ধ করে রেখেছে।
ঠিকানা/এনআই