গাজায় নিঃস্ব দুই লাখ ৬০ হাজার মানুষ : জাতিসংঘ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১১:৩৮ , অনলাইন ভার্সন
জাতিসংঘ জানিয়েছে, গাজায় ফিলিস্তিনের ছিটমহলে স্থল, নৌ ও আকাশ পথে ইসরায়েলি বাহিনীর প্রচণ্ড বোমাবর্ষণে দুই লাখ ৬০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। খবর এএফপির।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ ১০ অক্টোবর (মঙ্গলবার) বলেছে, ধারণা করা হচ্ছে, গাজায় দুই লাখ ৬৩ হাজার ৯৩৪ জন তাদের বাড়িঘর হারিয়েছেন। এছাড়া সংস্থাটি সতর্ক করে বলেছে, এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। 

ফিলিস্তিনি কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ওসিএইচএ জানায়, বোমাবর্ষণে এক হাজারের বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ৫৬০টি বাড়ি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে আর বাসবাস করা যাবে না।

ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা করে এমন একটি সংস্থা ইউএনআরডব্লিওএ জানিয়েছে, প্রায় এক লাখ ৭৫ হাজার বাস্তুহারা মানুষ ৮৮টি স্কুলে আশ্রয় নিয়েছেন। এছাড়া ১৪ হাজার ৫০০ লোক ১২টি সরকারি স্কুলে পালিয়ে এসেছেন। পাশাপাশি ৭৪ হাজার লোক আত্মীয়স্বজন, প্রতিবেশী অথবা উপাসনালয় ও অন্যান্য স্থাপনায় আশ্রয় নিয়েছেন।      

এদিকে, ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের আকস্মিক আক্রমণে শুরু হওয়া ভয়ঙ্কর যুদ্ধে উভয় পক্ষের হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। সংঘাতের চতুর্থ দিনে মঙ্গলবার পুরো গাজা উপত্যকার সীমান্ত পুনর্দখল করার দাবি জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়ে বলেন, শনিবারের আক্রমণের পর হামাসকে ধ্বংস এবং গোটা মধ্যপ্রাচ্যকে পরিবর্তনের জন্য যুদ্ধ কেবল শুরু হয়েছে।

জনাকীর্ণ ও হতদরিদ্র গাজা উপত্যকার ছিটমহল থেকে ইহুদি বসতিতে আকাশ, স্থল ও নৌপথে হামলা চালানোর পর ইসরায়েলের পাল্টা আক্রমণের মধ্যে মধ্যপ্রাচ্যের এই এলাকাতে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হচ্ছে।

ইসরায়েলের ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই হামলায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। অন্যদিকে গাজার কর্মকর্তারা জানান, এ পর্যন্ত সেখানে ৯০০ লোক নিহত হয়েছেন। তবে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামাসের এক হাজার ৫৯৯ জনের মরদেহ তারা খুঁজে পেয়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো গাজা উপত্যকায় স্বাস্থ্য ও মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী গাজার উপকণ্ঠে ভারী সাঁজোয়া যানবাহন ও ট্যাংক জড়ো করেছে। এছাড়া তারা গাজায় অভিযান পরিচালনার জন্য তিন লাখ রিজার্ভ সৈন্য মোতায়েনের কথা জানিয়েছে।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041