ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধজাহাজ ও জঙ্গিবিমান পাঠালো যুক্তরাষ্ট্র 

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৯:১৯ , অনলাইন ভার্সন
৭৫ বছরের মধ্যে শনিবার সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয় মধ্যপ্রাচ্যের ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ঘনিষ্ঠ এই মার্কিন মিত্রের আক্রান্ত হওয়ার পরপরই অঞ্চলটির উদ্দেশে বিমানবাহী রণতরীসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও জঙ্গিবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ফিলিস্তিনিদের হত্যায় তেলআবিবকে প্রচুর সামরিক সহায়তার ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন ডিসি।

স্থানীয় সময় সকাল থেকেই ইসরায়েলকে লক্ষ্য করে মুহূর্মুহু রকেট ছুড়তে শুরু করে স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারপর অপারেশন আল আকসা স্টর্ম নামে সামরিক অভিযানও শুরু করে দলটির সশস্ত্র শাখা আল কাসসাম ব্রিগেডের সদস্যরা। গ্রেপ্তার করা হয় সেনা কর্মকর্তাসহ বহু বেসামরিক নাগরিককে।

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় নেতানিয়াহু সরকার। পরিস্থিতি নিজেদের পক্ষে নিতে অপারেশন আয়রন সোর্ড নামে পাল্টা সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এমনকি দেশজুড়ে যুদ্ধ পরিস্থিতিও ঘোষণা করে তারা। অন্যদিকে হামাসের সমর্থনে লেবানন থেকে হামলা চালায় আরেক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফলে দিশেহারা হয়ে উঠে ইসরায়েল বাহিনী।

এমন পরিস্থিতিতে ইসরায়েলিদের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক টেলিফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট জানান, এরই মধ্যে ইসরায়েলের জন্য অতিরিক্ত সামরিক সহায়তার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, ইসরায়েলকে আরও সামরিক সহায়তা ও প্রচুর গোলাবারুদ সরবরাহ করবে তার দেশ। বলেন, এরই মধ্যে পূর্ব ভূমধ্যসাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতারীসহ মার্কিন মিসাইল ক্রুজার ও মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। এমনকি আলাদা করে মার্কিন জঙ্গিবিমানও পাঠানো হচ্ছে ইসরায়েলের সহায়তায়। লয়েড বলেন, ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার চলমান শান্তি আলোচনা বিঘ্নিত করতে এই হামলা চালাতে পারে হামাস। এ সময় রবিবার থেকে ইসরায়েলে অতিরিক্ত মার্কিন সামরিক সহায়তা পাঠানো শুরু হবে বলেও জানান তিনি।

আমেরিকার এমন ঘোষণাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বলে আখ্যা দেয় হামাস। এক বিবৃতিতে তারা জানায়, আমেরিকার এই ঘোষণা প্রমাণ করে যে তারা দখলদারদের সমর্থনে নিজেদের অবস্থান পরিস্কার করে এবং আমাদের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনি সংগঠনটি জানায়, জেরুজালেম ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদেই এই সামরিক অভিযান শুরু করে তারা, এমনকি তেলআবিবের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের ঘোষণাও দেয় হামাস।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041