চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না চোটে পড়া নেইমার জুনিয়ারের। গোড়ালির ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান এ সুপারস্টারের অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছে ক্লাব।
পিএসজি জানিয়েছে, নেইমার জুনিয়র গত কয়েক বছরে অনেকবার ডান গোড়ালিতে চোট পেয়েছে। গত ২০ ফেব্রুয়ারি তার চোটের পর পিএসজির মেডিকেল স্টাফরা বড় ধরনের ক্ষতি এড়াতে লিগামেন্ট ঠিক করার জন্য অপারেশন করার পরামর্শ দিয়েছেন। সব অভিজ্ঞরাই এটি নিশ্চিত করেছেন।
তবে বরাবরে মতো ভেঙে না পড়া ব্রাজিলিয়ান এ পোস্টারবয় নিজের দৃঢ়তার জানান দিয়েছেন। দিয়েছেন 'ফেরার' বার্তাও।
এক টুইটে নেইমার জানিয়েছেন, আরো শক্তিশালী হয়ে ফিরব।
জানা গেছে, নেইমারের এই অস্ত্রোপাচার দোহার একটি হাসপাতালে হবে। অস্ত্রোপচারের পর অনুশীলনে ফেরার আগে তাকে মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার মাস।
পিএসজি জানিয়েছে, নেইমার জুনিয়র গত কয়েক বছরে অনেকবার ডান গোড়ালিতে চোট পেয়েছে। গত ২০ ফেব্রুয়ারি তার চোটের পর পিএসজির মেডিকেল স্টাফরা বড় ধরনের ক্ষতি এড়াতে লিগামেন্ট ঠিক করার জন্য অপারেশন করার পরামর্শ দিয়েছেন। সব অভিজ্ঞরাই এটি নিশ্চিত করেছেন।
তবে বরাবরে মতো ভেঙে না পড়া ব্রাজিলিয়ান এ পোস্টারবয় নিজের দৃঢ়তার জানান দিয়েছেন। দিয়েছেন 'ফেরার' বার্তাও।
এক টুইটে নেইমার জানিয়েছেন, আরো শক্তিশালী হয়ে ফিরব।
জানা গেছে, নেইমারের এই অস্ত্রোপাচার দোহার একটি হাসপাতালে হবে। অস্ত্রোপচারের পর অনুশীলনে ফেরার আগে তাকে মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার মাস।