ভারতের পাঞ্জাবের ভাটিন্ডা সামরিক ছাউনিতে গুলিতে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। গুলির পরপরই গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ডের এক বিবৃতি উদ্ধৃত করে এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে সেনা ছাউনির ভেতরে গুলির ঘটনাটি ঘটে। ছাউনির ‘ক্যুইক রিঅ্যাকশন টিম’কে মোতায়েন করা হয়। গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। চারজনের মৃত্যু হয়েছে।’
ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো সেনা সদস্য গুলি চালিয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন তারা।
ঠিকানা/এসআর
ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ডের এক বিবৃতি উদ্ধৃত করে এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে সেনা ছাউনির ভেতরে গুলির ঘটনাটি ঘটে। ছাউনির ‘ক্যুইক রিঅ্যাকশন টিম’কে মোতায়েন করা হয়। গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। চারজনের মৃত্যু হয়েছে।’
ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো সেনা সদস্য গুলি চালিয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন তারা।
ঠিকানা/এসআর