
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমের ব্যর্থতা মুছতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন সুরমান মোল্লা (২২) নামের এক যুবক।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা খালে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন তিনি।
সুরমান উপজেলার টেংরাখোলা গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
দুধ দিয়ে গোসলের সময় উৎসুক জনতা ভিড় করেন। তখন ওই যুবক উৎসুক জনতার মাঝে মিষ্টি বিতরণ করেন।
সুরমান মোল্লা জানান, নবম শ্রেণিতে পড়ার সময় একই গ্রামের এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। পাঁচ বছর ধরে তাদের দুজনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ সেপ্টেম্বর সেই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এত দিনের প্রেমের বিচ্ছেদ তিনি মানতে না পেরে ভেঙে পড়েন। আত্মহত্যার মতো পথও বেছে নিতে চেয়েছিলেন। পরে তার বন্ধুদের পরামর্শে এই ব্যর্থতার শোক কাটিয়ে উঠতে দুধ দিয়ে গোসল করে নতুন করে জীবন শুরু করতে চান।
ঠিকানা/এনআই
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা খালে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন তিনি।
সুরমান উপজেলার টেংরাখোলা গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
দুধ দিয়ে গোসলের সময় উৎসুক জনতা ভিড় করেন। তখন ওই যুবক উৎসুক জনতার মাঝে মিষ্টি বিতরণ করেন।
সুরমান মোল্লা জানান, নবম শ্রেণিতে পড়ার সময় একই গ্রামের এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। পাঁচ বছর ধরে তাদের দুজনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ সেপ্টেম্বর সেই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এত দিনের প্রেমের বিচ্ছেদ তিনি মানতে না পেরে ভেঙে পড়েন। আত্মহত্যার মতো পথও বেছে নিতে চেয়েছিলেন। পরে তার বন্ধুদের পরামর্শে এই ব্যর্থতার শোক কাটিয়ে উঠতে দুধ দিয়ে গোসল করে নতুন করে জীবন শুরু করতে চান।
ঠিকানা/এনআই