মার্কিন প্রাক-নির্বাচন পর্যালোচনা দল আসছে অক্টোবরে

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৮ , অনলাইন ভার্সন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের পরিস্থিতি দেখতে যুক্তরাষ্ট্র আগামী ৭ অক্টোবর ছয় সদস্যের একটি পর্যালোচনা দল পাঠাচ্ছে।

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র বায়ার্ন শিলার এ তথ্য জানিয়েছেন।

দেশটির দুই গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই দলটির সফরের আয়োজন করেছে।

আগামী ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় এক সপ্তাহের এই সফরে দলটির সদস্যরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজসহ স্থানীয় বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগের আগে এখানকার নির্বাচনী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041