ফিরোজ হুমায়ুন
আমি আব্বাস আলী তেহরানি,
আমি ফুড অফিসের কেরানি।
আমি দাড়ি-টুপি পরা এক মোল্লা,
মুখে আমার শুধু আল্লাহ বিল্লাহ।
ঘুষের টাকায় আমার বাড়ি,
ঘুষের টাকায় আমার গাড়ি।
মেহেদি রাঙানো আমার দাড়ি,
ঘরে আমার চারটি নারী।
সব সময় করি আল্লাহ বিল্লাহ,
ঘুষ খেয়েই বলি আস্তাগফিরুল্লাহ।
করি ওয়াজ কিংবা তোয়াজ,
যখন যেটা করে কাজ।
আমার লম্বা জুব্বা মাথায় টুপি,
সদা আমি তসবি টিপি।
খাই না কিছু হালাল ছাড়া,
কপালেতে পড়ছে কড়া।
তবে ঘুষটা ছাড়তে পারি নাই,
তাই আল্লাহর কাছে মাফ চাই।
সদা তসবি আমার হাতে,
যেতে চাই জান্নাতে।
জান্নাতে যাওয়া কি খেলা,
তাই মসজিদে থাকি পাঁচ বেলা।
করছি অনেক পাপ,
যদি আল্লাহ করেন মাফ।
তাই মক্কা যাই মদিনা যাই,
আল্লাহর কাছে মাফ চাই।
আমি আব্বাস আলী তেহরানি,
আমি ফুড অফিসের কেরানি।
আমি দাড়ি-টুপি পরা এক মোল্লা,
মুখে আমার শুধু আল্লাহ বিল্লাহ।
ঘুষের টাকায় আমার বাড়ি,
ঘুষের টাকায় আমার গাড়ি।
মেহেদি রাঙানো আমার দাড়ি,
ঘরে আমার চারটি নারী।
সব সময় করি আল্লাহ বিল্লাহ,
ঘুষ খেয়েই বলি আস্তাগফিরুল্লাহ।
করি ওয়াজ কিংবা তোয়াজ,
যখন যেটা করে কাজ।
আমার লম্বা জুব্বা মাথায় টুপি,
সদা আমি তসবি টিপি।
খাই না কিছু হালাল ছাড়া,
কপালেতে পড়ছে কড়া।
তবে ঘুষটা ছাড়তে পারি নাই,
তাই আল্লাহর কাছে মাফ চাই।
সদা তসবি আমার হাতে,
যেতে চাই জান্নাতে।
জান্নাতে যাওয়া কি খেলা,
তাই মসজিদে থাকি পাঁচ বেলা।
করছি অনেক পাপ,
যদি আল্লাহ করেন মাফ।
তাই মক্কা যাই মদিনা যাই,
আল্লাহর কাছে মাফ চাই।