এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেও স্বস্তিতে নেই বাংলাদেশ। কলম্বোতে আগে ব্যাট করতে নেমে এরই মধ্যে জোড়া উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই বিদায় নিয়েছেন মোহাম্মদ শামির বলে বোল্ড হয়েছেন লিটন দাস (০)।
এরপর আউট হয়েছেন তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে তামিম থেমেছেন ১৩ রানে। শার্দুলের ক্রস সিম ডেলিভারিতে ইনসাইড-এজে বোল্ড হয়েছেন তানজিদ। দলীয় ১৫ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ।
একাদশে পরিবর্তনের ছড়াছড়ি
আজকের ম্যাচে বাংলাদেশ ও ভারত দুদলের একাদশেই পরিবর্তনের ছড়াছড়ি। বাংলাদেশের হয়ে আজ আন্তর্জাতিক অভিষেক হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। মুশফিকের বদলে এসেছেন এনামুল হক বিজয়। এ ছাড়া তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদকে বিশ্রামে রেখেছে বাংলাদেশ। সুযোগ দেওয়া হয়েছে শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমানকে।
অন্যদিকে ফাইনালে আগে এই ম্যাচে শেষ কয়েকজনকে বিশ্রামে রেখেছে ভারত। তারা একাদশে এনেছে পাঁচ পরিবর্তন। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, বুমরাহদের বিশ্রাম দিয়েছে ভারত। ভারতের জার্সিতে আজ অভিষেক হয়েছে তিলক ভার্মার।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, এনামুল হক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।
ভারত একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শেষ ভালো যার, সব ভালো তার—এই বাক্যকে মূল মন্ত্র করে এশিয়া কাপে আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ যা কাগজে-কলমে এই ম্যাচ স্রেফ নিয়ম রক্ষার। তবে, শুধু নিয়মরক্ষার হলেও শেষটা জয়ে রাঙিয়ে দেশে ফিরতে মুখিয়ে আছে সাকিব আল হাসানের দল। কলম্বোর প্রেমাদাসায় ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
ঠিকানা/এসআর
এরপর আউট হয়েছেন তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে তামিম থেমেছেন ১৩ রানে। শার্দুলের ক্রস সিম ডেলিভারিতে ইনসাইড-এজে বোল্ড হয়েছেন তানজিদ। দলীয় ১৫ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ।
একাদশে পরিবর্তনের ছড়াছড়ি
আজকের ম্যাচে বাংলাদেশ ও ভারত দুদলের একাদশেই পরিবর্তনের ছড়াছড়ি। বাংলাদেশের হয়ে আজ আন্তর্জাতিক অভিষেক হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। মুশফিকের বদলে এসেছেন এনামুল হক বিজয়। এ ছাড়া তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদকে বিশ্রামে রেখেছে বাংলাদেশ। সুযোগ দেওয়া হয়েছে শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমানকে।
অন্যদিকে ফাইনালে আগে এই ম্যাচে শেষ কয়েকজনকে বিশ্রামে রেখেছে ভারত। তারা একাদশে এনেছে পাঁচ পরিবর্তন। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, বুমরাহদের বিশ্রাম দিয়েছে ভারত। ভারতের জার্সিতে আজ অভিষেক হয়েছে তিলক ভার্মার।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, এনামুল হক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।
ভারত একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শেষ ভালো যার, সব ভালো তার—এই বাক্যকে মূল মন্ত্র করে এশিয়া কাপে আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ যা কাগজে-কলমে এই ম্যাচ স্রেফ নিয়ম রক্ষার। তবে, শুধু নিয়মরক্ষার হলেও শেষটা জয়ে রাঙিয়ে দেশে ফিরতে মুখিয়ে আছে সাকিব আল হাসানের দল। কলম্বোর প্রেমাদাসায় ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
ঠিকানা/এসআর