এবার দুই মন্ত্রীকে খাইয়ে ফেসবুকে পোস্ট দিলেন ডিবির হারুন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৯ , অনলাইন ভার্সন
এবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে খাবার খাইয়ে ফেসবুকে পোস্ট দিলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর–রশীদ। ৬ সেপ্টেম্বর বুধবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে নিজ বাড়িতে তাদের দুপুরের খাবার খাওয়ান তিনি।

ডিবিপ্রধান হারুন-অর-রশিদ তার ফেসবুক পেজে দেওয়া পোস্টে লিখেন, বুধবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্টে আসেন। এ সময় রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক তাদের ফুল দিয়ে বরণ করেন। পরে অতিথিদের তিনি (হারুন) তার গ্রামের বাড়িতে নিয়ে আসেন।

তিনি আরও লিখেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আত্মীয় হওয়ায় পারিবারিক এক অনুষ্ঠানে তার বাড়িতে আসেন। এ ছাড়া রাষ্ট্রীয় কাজে কিশোরগঞ্জ সফরে থাকা পরিকল্পনামন্ত্রী তার আমন্ত্রণে কিছুক্ষণের জন্য বাড়িতে অবস্থান করেন এবং দুপুরের খাবার গ্রহণ করেন।

খাবারে মেন্যুতে ছিল লাল চালের ভাত, কচুর মুখি-কাঁচা কলার ভর্তা, টাকি মাছের ভর্তা, রুই মাছ ভাজা, আইড় মাছ, চিংড়ি মাছ, দেশি মুরগির মাংস, গরুর মাংস ও দই। এ তথ্য নিশ্চিত করেন ডিবিপ্রধানের চাচা ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান ভৃঁইয়া।

এ সময় ওই বাড়িতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041