ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুনভাবে সৃষ্টি করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা -২০২৫’-এ কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান জানিয়েছেন, “রবিবার সংশোধিত গেজেট জারি হয়েছে। আগের বিধিমালায় ৪ ক্যাটাগরির পদের মধ্যে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদটি নতুন সংস্করণে নেই।”
তিনি বলেন, পদ বাতিলের পেছনের কারণ সমালোচনা বা অন্য কোনো কারণের সঙ্গে যুক্ত কি না তা তারা প্রকাশ্যে বলেননি। তবে সংশোধনে কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে।
মাসুদ আকতার খান বলেন, আগের বিধিমালায় মেধা ভিত্তিক নিয়োগে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য এবং বাকি ৮০ শতাংশ অন্যান্য বিষয়ে স্নাতকদের জন্য নির্ধারিত ছিল। তবে ‘অন্যান্য বিষয়ে’ শব্দটি বিভ্রান্তিকর হওয়ায় তা পরিবর্তন করে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে ন্যূনতম’ করা হয়েছে, যাতে কোটার বাইরের পদেও বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে স্নাতকরা নিয়োগ পেতে পারেন।
ঠিকানা/এসআর
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান জানিয়েছেন, “রবিবার সংশোধিত গেজেট জারি হয়েছে। আগের বিধিমালায় ৪ ক্যাটাগরির পদের মধ্যে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদটি নতুন সংস্করণে নেই।”
তিনি বলেন, পদ বাতিলের পেছনের কারণ সমালোচনা বা অন্য কোনো কারণের সঙ্গে যুক্ত কি না তা তারা প্রকাশ্যে বলেননি। তবে সংশোধনে কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে।
মাসুদ আকতার খান বলেন, আগের বিধিমালায় মেধা ভিত্তিক নিয়োগে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য এবং বাকি ৮০ শতাংশ অন্যান্য বিষয়ে স্নাতকদের জন্য নির্ধারিত ছিল। তবে ‘অন্যান্য বিষয়ে’ শব্দটি বিভ্রান্তিকর হওয়ায় তা পরিবর্তন করে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে ন্যূনতম’ করা হয়েছে, যাতে কোটার বাইরের পদেও বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে স্নাতকরা নিয়োগ পেতে পারেন।
ঠিকানা/এসআর