নিউইয়র্ক মেয়র নির্বাচন

শেষ মুহূর্তে ক্যুমোর কৃষ্ণাঙ্গ ভোটব্যাংকে আঘাত হানলেন মামদানি

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৬:২২ , অনলাইন ভার্সন
নিউইয়র্ক সিটি নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে প্রবল দৌড়ঝাঁপ শুরু করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। শনিবার (১ নভেম্বর) তিনি সরাসরি আঘাত হানলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এন্ড্রু ক্যুমোর ভোটব্যাংক শহরের কৃষ্ণাঙ্গ ও লাতিনো সম্প্রদায়ে।

শনিবার সকালেই মামদানি উপস্থিত হন ইস্ট হারলেমে, যেখানে তার পাশে দাঁড়ান নাগরিক অধিকার নেতা রেভারেন্ড আল শার্পটন। একসময় ক্যুমোর ঘনিষ্ঠ সহযোগী শার্পটন এদিন মঞ্চে প্রকাশ্যে মামদানিকে সমর্থন জানান এবং তার বিরোধীদের ‘কুরুচিপূর্ণ ইসলামবিদ্বেষী প্রচারণা’র জন্য তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘যেভাবে কিছু প্রার্থী মুসলিম পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তা লজ্জাজনক ও বিপজ্জনক।’

এরপর মামদানি ব্রুকলিনে গিয়ে অংশ নেন এক চার্চ সার্ভিসে, যেখানে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেসের হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস। শহরের কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে এই দুই নেতার প্রভাব বিশাল এবং তাদের পাশে দেখা যাওয়া মামদানির প্রচারে নতুন মাত্রা যোগ করেছে।

দিনের শেষ ও সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে ফোনে—সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিজে মামদানির সঙ্গে কথা বলেন। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ওবামা তাকে নির্বাচনে শুভেচ্ছা জানিয়ে বলেন, নির্বাচনে জয়ী হলে তিনি পরামর্শদাতা ও ‘সাউন্ডিং বোর্ড’ হিসেবে পাশে থাকবেন।

প্রচারণার এই ধারায় স্পষ্ট, ক্যুমোর ঐতিহ্যগত কৃষ্ণাঙ্গ ভোটব্যাংককে কাজে লাগিয়েই মামদানি তার জয় নিশ্চিত করতে চাইছেন। সাম্প্রতিক জরিপে দুই প্রার্থীর ব্যবধান কমে আসায় নির্বাচনের শেষ তিন দিনে কৃষ্ণাঙ্গদের সমর্থন পাওয়ার কৌশলকে তার শিবিরে ‘ফাইনাল স্ট্রেচ স্ট্র্যাটেজি’ বলা হচ্ছে।

ইতিমধ্যেই মামদানি তার বক্তৃতায় জাতি, ধর্ম ও পরিচয়ের রাজনীতিকে একপাশে রেখে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘নিউইয়র্ক সব রঙের, সব ধর্মের মানুষের শহর—এই নির্বাচন কেবল নেতৃত্ব বদলের নয়, ঘৃণার রাজনীতিকে প্রত্যাখ্যানেরও সুযোগ।’

মঙ্গলবারের ভোটে নিউইয়র্কবাসী সিদ্ধান্ত নেবেন কে হবেন তাদের পরবর্তী মেয়র, কিন্তু নির্বাচনের শেষ সপ্তাহান্তে শহরজুড়ে একটাই বার্তা স্পষ্ট—মামদানি এখন ক্যুমোর মূল ঘাঁটিতে সরাসরি আঘাত হানছেন।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041