ডা. শফিকুর রহমান ফের জামায়াত আমির নির্বাচিত

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৪:৪০ , অনলাইন ভার্সন
২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন করে আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। গত ১ নভেম্বর (শনিবার) সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। দলটির প্রচার ও মিডিয়া বিভাগ জানিয়েছে, সারাদেশের সদস্যদের নিকট ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত টিম ফল গণনা সম্পন্ন করে। প্রাপ্ত ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে ডা. শফিকুর রহমান নতুন কার্যকালের জন্য আমির নির্বাচিত হন।

ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শুরু করেন স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে, যেখানে ১৯৭৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭৬ সালে সিলেট এম সি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে তিনি মেডিসিনের পথে এগোন। ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এম এ জি ওসমানী মেডিকেল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হন।

রাজনীতিতে তার যাত্রা শুরু হয় জাসদ ছাত্রলীগের মাধ্যমে। ১৯৭৩ সালে তিনি এই ছাত্র সংগঠনে যোগদান করেন। ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে প্রবেশ করেন এবং পরবর্তীতে সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি ও সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপর সিলেট শহর, জেলা ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন এবং দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১২ নভেম্বর রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামী থেকে আমির নির্বাচিত হন।

এই দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক পথচলায় ডা. শফিকুর রহমানে দল ও সদস্যদের আস্থা ও সমর্থন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ২০২৬-২০২৮ কার্যকালে তার নেতৃত্বে জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি ও নীতি নির্ধারণে মনোযোগ দেবে এবং সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041