প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল : নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২১:১৬ , অনলাইন ভার্সন
আইন উপদেষ্টা আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ ২৮ অক্টোবর (মঙ্গলবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ দাবি করেন এনসিপির এই নেতা।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আসিফ নজরুল তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের প্রয়োজনটা কতটুকু পূরণ করে দিতে পারেন।

শহীদ মিনারে গণঅভ্যুত্থানে আহতদের পরিবারের সামনে জুলাই সনদে স্বাক্ষর করতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, সকল শহীদ ফ্যামিলিকে ডাকবেন, ডেকে তাদেরকে বলবেন–তোমাদের রক্তের ওপরে আমি বসেছিলাম। তোমাদের যে পাওনা, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি। এর মধ্যে ড. ইউনূসের এক্সিট প্ল্যান। এ ছাড়া ড. ইউনূসের কোনো এক্সিট প্ল্যান নেই।

আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিচার প্রক্রিয়া তাকে বুঝিয়ে দিতে হবে। এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো এক্সিট প্ল্যান নেই।

এনসিপির এই নেতা বলেন, উনাকে আইন মন্ত্রণালয়ে বসানো হয়েছে জনগণের এই কাজটা করে দেওয়ার জন্য। উনাকে এ কাজটা করে দিতে হবে। বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন, সেখানে কেউ কোনো দলভিত্তিক দলীয় দাস হিসেবে কাজ করে যদি জনগণের এই সংস্কার প্রক্রিয়া থমকে দেওয়ার চেষ্টা চালান, তাহলে যেভাবে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে। তবে এবার এভাবে চলে যেতে পারবেন না, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় করাতে হবে।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041