ঐক্য ও পেশাদারিত্বের অঙ্গীকার

সিইউজে’র অভিষেকে আল-কোরআন হাদিয়া ও সম্মাননা প্রদান

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৯:১০ , অনলাইন ভার্সন
​পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় নতুন উদ্দীপনা নিয়ে যাত্রা শুরু করল কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। ২৭ অক্টোবর (সোমবার) সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। ​সাংবাদিকতা পেশায় ঐক্য ও পেশাদারিত্বের বার্তা নিয়ে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সিইউজে’র নবনির্বাচিত সভাপতি মো. নিজাম উদ্দিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীনের প্রাণবন্ত সঞ্চালনায় সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হয়। এতে সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, ব্যাংকার, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ অংশ নেন।

​অনুষ্ঠানে বক্তারা কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটির সাফল্য কামনা করেন। তারা সংগঠনের ঐক্য, পেশাগত সৌহার্দ্য এবং দায়িত্ববোধকে আরও মজবুত করার ওপর জোর দেন। বক্তারা বিশেষভাবে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার গুরুত্ব আরোপ করেন। তারা আশা প্রকাশ করেন যে, সিইউজে উপজেলার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।

​অভিষেক অনুষ্ঠানের একটি বিশেষ ও তাৎপর্যপূর্ণ অংশ ছিল পবিত্র আল-কোরআন হাদিয়া প্রদান। স্থানীয় ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার এতিমখানার ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পবিত্র আল-কোরআন তুলে দেয়া হয়। ​হাদিয়া প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- উসমান গনি, সজীব আহমেদ, আব্দুল্লাহ, ত্বাহা হুসাইন, আবু বক্কর, জুবায়ের আহমেদ, শরীফ আহমেদ, আখলাকুর রহমান, নূর মোহাম্মদ ও আবু বক্কর সিদ্দিক।

​অনুষ্ঠান শেষে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সংগঠনের দাতা সদস্যসহ উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে স্মারক ও সম্মাননা প্রদান করা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউজে’র দাতা সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ শাহ নেওয়াজ লিটন, সাপ্তাহিক হলি সিলেট’র নির্বাহী সম্পাদক ও এটিএন বাংলা ইউকে প্রতিনিধি জহিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান, জেলা বিএনপির উপদেষ্টা হাজী সিকন্দর আলী, বাংলাদেশ কৃষি ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক (এসপিও) এএফএম শাহিদুল ইসলাম, সিলেট জেলা এসইউজে সভাপতি কামরুল হাসান জুলহাস, সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আল সাদ্দাম, অর্থ সম্পাদক সাজ্জাদ আহমেদ সাজু, দৈনিক মর্নিং পোস্ট’র সম্পাদক ও প্রকাশক রাশেদুল ইসলাম, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল মুখিত, হলি সিলেট-এর প্রতিনিধি শামসুদ্দিন আহমেদ, সিইউজে উপদেষ্টা হাজী আলকাছ আলী, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট জেলা শাখার সদস্য একে আজাদ, শিক্ষক নেতা আবুল খায়ের মাস্টার, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল আজাদুর রহমান, উপজেলা বিএনপি নেতা হাজী আব্দুল বাশার, এলাইচ আহমেদ, বশির আহমদ।
​এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন আলী, ইসমাইল আলী, মোহাম্মদ জালাল উদ্দিন এবং মো. সুনা মিয়া।

​সিইউজে’র এই অভিষেক অনুষ্ঠান কোম্পানীগঞ্জের সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041