বিরল রোগের চিকিৎসায় মার্কিন ভার্টেক্স ফার্মার ওষুধের বিকল্প এনেছে বেক্সিমকো

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০১:৪৭ , অনলাইন ভার্সন
বিরল জেনেটিক রোগ সিস্টিক ফাইব্রোসিসের চিকিৎসা খরচ কমাতে সফল এক উদ্যোগ সামনে এনেছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মা। যুক্তরাষ্ট্রের ভার্টেক্স ফার্মার ট্রিকাফটার বিকল্প হিসেবে তারা তৈরি করেছে জেনেরিক ওষুধ ‘ট্রিকো’। যার দাম মূল ওষুধের তুলনায় ৫৮ ভাগ কম, দাবি করছেন বেক্সিমকোর কর্মকর্তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা আরও জানিয়েছেন, ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত নর্থ আমেরিকান সিস্টিক ফাইব্রোসিস কনফারেন্সে সিস্টিক ফাইব্রোসিসে আক্রান্ত শিশুদের মায়েদের উদ্যোগে ‘কমিউনিটি পরিচালিত বায়ারস ক্লাব’-এর মাধ্যমে ট্রিকো রোগীদের হাতে পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই ওষুধ ২০২৬ সালের এপ্রিল নাগাদ সরবরাহ করা যাবে, জানায় বেক্সিমকো।

এই সম্মেলনে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘জাস্ট ট্রিটমেন্ট’ ও ‘রাইট টু ব্রিদ’ গ্লোবাল ক্যাম্পেইন-এর মুখ্য সমন্বয়ক এবং এক শিশুর মা গেইল প্লেজার বলেন, ‘বহু বছর ধরে আমরা দেখেছি, চিকিৎসার ব্যয় নাগালের বাইরে থাকায় অগণিত শিশু অকালে প্রাণ হারিয়েছে। আজ সেই দুঃসহ বাস্তবতা বদলাতে শুরু করেছে। রোগী, মা-বাবা ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় বিলিয়ন ডলারের করপোরেট বাধা ভেদ করা সম্ভব হয়েছে—এটাই সবচেয়ে বড় জয়।’

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিস্টিক ফাইব্রোসিস একটি বিরল ও প্রাণঘাতী জেনেটিক রোগ। যা ফুসফুস ও পরিপাকতন্ত্রের ব্যাপক ক্ষতি করে থাকে। বিশ্বে প্রায় ১ লাখ ৮৯ হাজার মানুষ এই রোগে আক্রান্ত। এর থেকে মাত্র ৬০ শতাংশ রোগী শনাক্ত হন। আর চিকিৎসা পায় মাত্র ২৭ শতাংশ।
এই রোগের চিকিৎসায় মার্কিন প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস উদ্ভাবিত ওষুধ ট্রিকাফটা একটি যুগান্তকারী আবিষ্কার, যা রোগীর আয়ু ও প্রাণশক্তি বৃদ্ধিতে দারুণ সহায়তা করে। তবে এতে বছরে চিকিৎসা ব্যয় প্রায় ৩ লাখ ৭০ হাজার ডলার, যা বেশির ভাগ রোগীর নাগালের বাইরে। এই খরচ কমিয়ে আনতে উদ্যোগী হয় বাংলাদেশের ওষুধ কোম্পানি বেক্সিমকো। তারা তৈরি করে ট্রিকাফটার জেনেরিক সংস্করণ ‘ট্রিকো’। যাতে বার্ষিক চিকিৎসা ব্যয় শিশুদের জন্য হবে ৬ হাজার ৩৭৫ ডলার, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১২ হাজার ৭৫০ ডলার। এতে ট্রিকাফটা দিয়ে একটি শিশুর চিকিৎসার যে খরচ হয়, সেখানে ট্রিকো ব্যবহার করা হলে ৫৮ জন শিশুর চিকিৎসা নিশ্চিত করা যাবে একই অর্থে।

এ প্রসঙ্গে বেক্সিমকো ফার্মার প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা বলেন, ‘সিস্টিক ফাইব্রোসিসের চিকিৎসা এত ব্যয়বহুল যে বেশির ভাগ রোগী সেটি পেতে পারে না। আমাদের তৈরি ট্রিকো সেই খরচ অনেক কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।’

এদিকে একই সঙ্গে বেক্সিমকো ফার্মা ‘বেক্সডেকো’ নামের আরেকটি ওষুধ বাজারে আনছে, যা ট্রিকোর একটি উপাদান আইভাকাফটার-এর জেনেরিক সংস্করণ। এর দাম হবে প্রতি ট্যাবলেট মাত্র ৫ ডলার। এই পুরো উদ্যোগটি এসেছে থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্ক, জাস্ট ট্রিটমেন্ট ও রাইট টু ব্রিদ ক্যাম্পেইনের অনুরোধে। মানবিক বিবেচনা ও বৈশ্বিক স্বাস্থ্য সমতা নিশ্চিতের লক্ষ্যে বেক্সিমকো ফার্মা এই পদক্ষেপ নেয়, বলছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041