রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২১:২২ , অনলাইন ভার্সন
‎চট্টগ্রামের রাউজানে গুলিতে এবার মো. আলমগীর আলম (৫০) নামের একজন যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যার রেশ না কাটতেই এ ঘটনা ঘটল। আজ ২৫ অক্টোবর (শনিবার) বিকেলে রাউজান পৌরসভার চারাবটতল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

‎নিহত আলমগীর পূর্ব রাউজান চৌধুরী বাড়ির আবদুর রহিমের ছেলে। এলাকায় যুবদলকর্মী হিসেবে তার পরিচিতি ছিল। তবে আহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।‎

‎প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে দৃর্বৃত্তরা আলমগীর আলমকে গুলি করে সড়কের পাশে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

‎রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

‎গত ৭ অক্টোবর হাটহাজারীর মদুনাঘাট এলাকায় একই ধরনের ঘটনায় নিহত হয়েছিলেন রাউজানের বাসিন্দা বিএনপি কর্মী আব্দুল হাকিম। রাউজানে গত ১৪ মাসে রাজনৈতিক সহিংসতায় একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041