গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতের দলীয় কার্যালয় ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শাহ আলম সরকার দৈনিক ভোরের কাগজের গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি। তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানিয়েছেন, এর আগে ২০১৪ সালে জামায়াতে ইসলামীর একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর এবং দলীয় নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ এপ্রিল বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়। শাহ আলম সরকার ওই মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, শাহ আলম সাজু সাবেক আওয়ামী লীগের এমপি আবুল কালাম আজাদের একান্ত ব্যক্তি ছিলেন। পুলিশের নজর এড়িয়ে চলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি বুলবুল ইসলাম বলেন, সন্দেহ করা হচ্ছে তিনি সাংবাদিকতার আড়ালে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন তথ্য সরবরাহ করছেন। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
ঠিকানা/এসআর
২৪ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় পৌর শহরের রাজমতি সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শাহ আলম সরকার দৈনিক ভোরের কাগজের গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি। তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানিয়েছেন, এর আগে ২০১৪ সালে জামায়াতে ইসলামীর একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর এবং দলীয় নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ এপ্রিল বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়। শাহ আলম সরকার ওই মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, শাহ আলম সাজু সাবেক আওয়ামী লীগের এমপি আবুল কালাম আজাদের একান্ত ব্যক্তি ছিলেন। পুলিশের নজর এড়িয়ে চলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি বুলবুল ইসলাম বলেন, সন্দেহ করা হচ্ছে তিনি সাংবাদিকতার আড়ালে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন তথ্য সরবরাহ করছেন। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
ঠিকানা/এসআর