বর্ণাঢ্য আয়োজনে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ৩য় আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:০৬ , অনলাইন ভার্সন
বার্সেলোনা : স্পেনের বার্সেলোনার বিখ্যাত সালা অ্যাকোয়ারলিয়া ব্যাঙ্কুয়েটিং হলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্টের এমপি ফয়ছল চৌধুরী এমবি এমএসপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস টেলিভিশনের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী (জাস্টিস অব পিস, ফ্রিমেন অব দ্য সিটি অব লন্ডন), ড. ওয়ালি তসর উদ্দিন এমবি ডিবিএ জেপি, বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এম. এ. মুনিম অবিই,বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ ও এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন, এসিএফ চেয়ারম্যান ইয়ার খান, ক্রয়ডনের প্রাক্তন মেয়র কাউন্সিলর সেরওয়ান চৌধুরী, প্রবিণ রাজনীতিবিদ মারুফ চৌধুরী, বাংলাদেশ সেন্টারের সাবেক ট্রেজারার সিরাজুল ইসলাম প্রমুখ।
কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে তিনজন গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- ড. ওয়ালি তসর উদ্দিন এমবি ডিবিএ জেপি, কাউন্সিলর সেরওয়ান চৌধুরী ও মাহমুদ হাসান এমবিই।
এই মর্যাদাপূর্ণ সম্মাননা তাদের হাতে তুলে দেন ফয়ছল চৌধুরী এমপি এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্মাননা গ্রহণের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় এক পুরস্কারপ্রাপ্ত বলেন- “আমি এই পুরস্কারটি আমার সম্প্রদায় এবং আমার পরিবারকে উৎসর্গ করছি, যারা আমার সমাজসেবামূলক কাজের সময় ও ভালোবাসা উৎসর্গ করেছেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির প্রধান ট্রেজারার রফিকুল হায়দার, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছোটন, মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অলি উদ্দিন শামিম, কাউন্সিলর রিতা বেগম, জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক ও আবুল হোসেন, বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিটু চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেন্টারের ট্রেজারার ফয়জুল হক, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট সৈয়দ সাদেক আহমেদ। এছাড়া গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের স্পেন শাখার প্রেসিডেন্ট আমিন আলি রফিক, সেক্রেটারি আবদুর রহমান সাব্বির, ফ্রান্স শাখার প্রেসিডেন্ট ফয়সল উদ্দিন, মিজানুর রহমান মিজান-সহ ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঐক্য, উন্নয়ন ও অগ্রযাত্রার বার্তা : এই আন্তর্জাতিক সম্মেলনটি ছিল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা, যেখানে সমাজকল্যাণ, শিক্ষা, সংস্কৃতি এবং ঐক্যের অঙ্গীকার পুনঃনিশ্চিত করা হয়। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রবাসীদের মধ্যে ঐক্য জোরদার এবং সিলেট বিভাগের উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041