আ.লীগ-ছাত্রলীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে যোগ দিতে পারবে না : সারজিস আলম 

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ২২:১৫ , অনলাইন ভার্সন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে যারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন, তারা এনসিপিতে যোগ দিতে পারবেন না। তবে অন্য যে কোনো দলের ভালো মানুষদের জন্য এনসিপির দরজা সব সময় খোলা। ২৪ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, অন্য দলের যে কোনো ভালো মানুষদের জন্য এনসিপির দরজা খোলা। যদি এনসিপি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে পারে, তাহলে দুই বছর পর এটি বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হবে।

তিনি আরও বলেন, যদি কেউ ব্যক্তিগত উদ্দেশ্য পূরণের জন্য এনসিপিতে আসে, তাহলে এই দল তাদের জন্য নয়। তাদের আগের জায়গায় ফিরে যেতে হবে। দলটি তার নিজস্ব আদর্শ অনুযায়ী চলবে বলেও জানান তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে সারিজস বলেন, কেউ যেন নিজের উন্নতির জন্য অন্য কাউকে টেনে না ধরে। তিনি উল্লেখ করেন, এনসিপির মধ্যে কখনো কেউ কাউকে টেনে ধরা বা অভিযোগ করার প্রবণতা দেখা যায়। এসব নেতিবাচক আচরণ থেকে বেরিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।

এ সময় সারজিস আলম বলেন, এনসিপি বাংলাদেশে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসেনি। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতেও আমরা আসিনি।

তিনি বলেন, আগামীকাল শনিবার থেকে এনসিপি জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা শুরু করবে। তিনি আশা প্রকাশ করেন, আজ থেকে তিনদিনের মধ্যে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা সম্ভব হবে।

সারজিস আরও বলেন, ১৫ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ড, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ মহানগর, থানা ও ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকতে হবে। যদি আমরা এটি সম্পন্ন করতে পারি, তাহলে আগামী সংসদ নির্বাচনে এনসিপি দেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে অংশগ্রহণ করবে বলেও দাবি করেন তিনি।

এনসিপির এই সমন্বয় সভায় দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041