আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই : সিইসি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১২:১৪ , অনলাইন ভার্সন
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের দেশের যে এই দূরবস্থার মূল কারণ হলো, এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি। সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে।

আজ ২২ অক্টোবর (বুধবার) সকালে প্রশিক্ষকদের প্রশিক্ষণের অংশ হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউএনওদের দিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। এ অনুষ্ঠানে সিইসি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, আমাদেরকে এই কালচারটা কাল্টিভেট করতে হবে। আমরা উই ওয়ান্ট রুল অফ ল, নট রুল বাই ল। শাসন করার জন্য আইন বানাইলাম সেটা না, আমরা রুল অফ ল চাই। আমরা চাই সর্বস্তরের সবাই আমরা আইন মেনে চলবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আইনকে এস্টাবলিশ করব। সর্বক্ষেত্রে ও আমার যে গন্ডির মধ্যে যে কাজ থাকবে সেখানে আমি আইনকেই বাস্তবায়ন করব। আমরা চাইব আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন। আমাদের সহকর্মীরা অনেক কথাই বলেছেন। আমি অত ডিটেইলসে আর যাব না। নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস। তা আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন এবং সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের ওপরে নির্ভর করে।

নাসিম উদ্দিন বলেন, যারা ইউএনও আছেন উপজেলা পর্যায়ে সমন্বয়টা আপনারাই করে থাকেন। সুতরাং নির্বাচনের সময়ও এ সমন্বয়টা খুবই জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় আমাদের প্রিসাইডিং অফিসারের সাথে সমন্বয়, পুলিশ অফিসারের সাথে সমন্বয় আমাদের কেন্দ্রীয় মনিটরিং সেলের সাথে সমন্বয়, জেলার যে মনিটরিং সেল থাকবে ইলেকশন মনিটরিং সেল থাকবে ওর সাথে সমন্বয়, এ সার্বিক সমন্বয়টা আপনাদেরকে খুব সিরিয়াসলি করতে হবে। এটার দায়িত্বটা আপনাদেরকে নিজের কাধে নিতে হবে।

সিইসি বলেন, যে কোন ক্রাইসিস হলে প্লিজ ট্রাই টু অ্যাড্রেস ক্রাইসিস। শুরুতেই যাতে এটা ট্যাকেল করা যায় সেই চেষ্টা আপনারা নেবেন। আমাদের ব্রিগেডিয়ার সাহেব (আবুল ফজল সানাউল্লাহ) বলেছেন, মোবাইল ম্যাজিস্ট্রেসি অনেক সময় ঘটনা ঘটার পর তারা যায়। এভিথিং ইজ ওভার সবকিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই। সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে বাক্স দখল করে বাড়ি চলে গেছে। আর আপনি গিয়ে হাজির হলেন সেটা যাতে না হয়। এটা আপনাদের এনসিওর করতে হবে।
 
নাসির উদ্দিন বলেন, আমি এই মেসেজটা আপনাদের কাছে ডিসিমিনেট করতে চাই আপনারা কোন প্রেশারের কাছে নতিস্বীকার করবেন না। কোন চাপের কাছে নত স্বীকার করবেন না। সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব। নির্বাচন কমিশনও কিন্তু কারো কোন অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। সুতরাং আমরা আপনাদেরকে অন্যায় কোন আদেশ দিব না। অন্যায় কোন হুকুম দিব না। এটা আপনারা ধরে রাখতে পারেন যে যে আইন প্রচলিত আছে রিলাভেন্ট ইলেকশন; সে আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেভাবে দায়িত্ব পালন করবেন। 

সিইসি বলেন, আপনাদের ওপর যে ধরনের কাজের দায়িত্বে পড়ুক না কেন সেটা আপনারা আইনসম্মতভাবে, নিউট্রালি, প্রফেশনালি পালন করবেন। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041